ইসি রফিকুল ইসলাম রসিক নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়েছে

ক্রাইমবার্তা রিপোর্ট:রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।

রসিকে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়েছে দাবি করে তিনি বলেন,‘আমরা বলেছিলাম রংপুর সিটি করপোরেশনে মডেল নির্বাচন করব। সেই মডেল নির্বাচন হয়েছে। এই নির্বাচনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে নির্বাচন ব্যবস্থা আরও উন্নততর করব।’

বৃহস্পতিবার রংপুর সিটি করপোরেশন নির্বাচন শেষে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিএনপির করা অভিযোগ সম্পর্কে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, ‘আমরা দিনভর গণমাধ্যমে আপনাদের খবর দেখেছি। নিজেরাও খবর নিয়েছি। এ ধরনের কোনো অভিযোগ আমরা পাইনি। আমাদের তথ্যমতে এ অভিযোগ সত্য নয়। তার পরও যেহেতু তারা অভিযোগ করেছেন, কমিশন সেটা নিয়ে বসবে। অভিযোগের ভিত্তি আছে কিনা কমিশন সেটা খতিয়ে দেখবে।’

রসিকে যে একটি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে ওই কেন্দ্রে জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা (লাঙ্গল) জয়ী হয়েছেন। তিনি ৬৭৪ ভোট পেয়ে জয়ী হন।

এছাড়া আওয়ামী লীগের সরফুদ্দীন আহমেদ ঝন্টু (নৌকা) পান ৩৩৪ ভোট এবং বিএনপির কাওসার জামান বাবলা (ধানের শীষ) পান ১১৭ ভোট।

বৃহস্পতিবার বিকেলে প্রিসাইডিং অফিসার আজহারুল ইসলাম বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

রসিকের ১৯৩টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ হয়েছে। মেয়র পদে দলীয় প্রতীকে সাত প্রার্থীর সঙ্গে ৩৩ ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ২৭৬ জন।

রসিকের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৩ হাজার ৮৯৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৬ হাজার ২৫৬ এবং নারী ১ লাখ ৯৭ হাজার ৬৩৮ জন।

২১ডিসেম্বর২০১৭,বৃহস্পতিবার:ক্রাইমর্বাতাডটকম/প্রতিনিধি/আসাবি

Check Also

অন্তর্বর্তীকালীন সরকারই তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে : অ্যাটর্নি জেনারেল

র্তমান অন্তর্বর্তীকালীন সরকারই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে বলে অভিমত ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।