মোঃ রেজাউল বারী বাবুল:গাজীপুর সংবাদদাতাঃ গাজীপুরে দু‘পায়ের রগ কেঁটে এক যুবককে খুন করেছে দুবৃত্তরা। মহানগরের হাতিমারা এলাকা থেকে পুলিশ শনিবার সকালে আনুমানিক ৩৫ বছর বয়সী আহত ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
জয়দেবপুর থানার এএসআই আব্দুর রশিদ জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের হাতিমারা এলাকায় একটি আলু ক্ষেতে আহত ওই যুবককে পড়ে থাকতে দেখে এলাকাবাসি পুলিশে খবর দেয়। পরে পুলিশ শনিবার সকাল ১০টার দিকে ওই বযুবককে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহম্মেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসা দেয়ার সময় সে মারা যায়। নিহতের দু‘পায়ের রগ ও গালের নীচে কাঁটা চিহ্ন রয়েছে। খুনের কোন কারণ জানাতে পারেনি পুলিশ।
###
Check Also
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কম্বল বিতরণ
গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মধ্যে কর্কশিট ও ২০০ …