আগামী জাতীয় সংসদ নির্বাচন বর্তমান সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে#বিএনপির ওপর নির্ভর করছে একক নির্বাচন করব কি না: এরশাদ

ক্রাইমবার্তা রিপোর্ট: পটুয়াখালী: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আগামীতে তাঁর দল এককভাবে নির্বাচন করবে কি না তা নির্ভর করছে বিএনপির সিদ্ধান্তের ওপর। আজ সোমবার বেলা ১২টার দিকে পটুয়াখালীর কুয়াকাটায় ব্যক্তিগত সফরে এসে এ কথা বলেন এরশাদ।

সাবেক রাষ্ট্রপতি বলেন, জাতীয় পার্টির এককভাবে নির্বাচনের প্রস্তুতি রয়েছে। বর্তমান সরকার ভালো অবস্থানে রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন বর্তমান সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। এ সময় তাঁর সফরসঙ্গী ছিলেন পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।

এরশাদ বলেন, ‘রংপুরে একটা এক্সাম্পল হয়েছে, দৃষ্টান্ত সৃষ্টি হয়েছে। নিরপেক্ষ নির্বাচন হয়েছে, সুষ্ঠু নির্বাচন হয়েছে। এরকম যদি সারা দেশে করতে পারে, ইসির (নির্বাচন কমিশন) নাম লেখা থাকবে ইতিহাসে। তবে করতে পারবে কি না সেটা জানি না। আমরা দোয়া করব।’ তিনি আরো বলেন, ‘ইসি তোমাদের এখানকার মানুষ তো, পটুয়াখালীর মানুষ। সাধারণ মানুষ।’

জাতীয় পার্টির নেতা বলেন, ‘আগামীতে বিএনপির অবস্থা, আওয়ামী লীগের অবস্থা দেখার পরে সিদ্ধান্ত গ্রহণ করব যে, আমরা কীভাবে নির্বাচন করব।’ তিনি আরো বলেন, ‘এককভাবে নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি চলছে। তবে ফাইনাল এখনো হয়নি। ইট ডিপেন্ডস অন বিএনপিস ডিসিশন (এটা বিএনপির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে)।’

আগাম নির্বাচনের সম্ভাবনার ব্যাপারে প্রশ্নের উত্তরে এরশাদ বলেন, ‘না, না, না। সমস্যাতে সরকার নাই। এখন ভালো অবস্থানে আছে। নির্বাচন সময়মতোই হবে, সংবিধান মোতাবেক হবে অর্থাৎ প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকবে, বুঝছ?’

২৫ডিসেম্বর২০১৭,সোমবার::ক্রাইমর্বাতা.কম/প্রতিনিধি/আসাবি

Check Also

সাতক্ষীরা জেলা আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা:সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ নভেম্বর) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।