অদ্য ১২ জানুয়ারী ২০১৮ ইং সালে হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটির খুলনা বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে। ২৮ সদস্য বিশিষ্ট কমিটি ৬ জন উপদেষ্টা, ৭ জন পর্যবেক্ষন কর্মকর্তা,১২ জন কার্যনির্বাহী সদস্য ও ৩ জন নির্বাহী সদস্য নিয়ে হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি (একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা যার গভ রেজি: নং- এস ৩০৯১ বিভাগীয় কমিটির স্বারক নং-৪ ২৫১৩(বি) ) এই বিভাগীয় কমিটির সভাপতি জি, এম, মিজানুর রহমান মিজান, সাধারন সম্পাদক মোঃ শহিদুল ইসলামসহ ১২ জন সদস্য পর্যবেক্ষন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান সহ-৬ জন উপদেষ্টা সাবেক প্রফেসর মোঃ আফছার আলী সহ ৭ জন।
বিভাগীয় কার্যালয় সকাল ১১ ঘটিকার সময় সকল সদস্যর উপস্থিতিতে এই কমিটি চূড়ান্ত ঘোষনা করা হয়। কার্যনির্বাহী কমিটির ১২ জন প্রতিমাসে ২০০/- টাকা কল্যাণ তহবিলে জমা দিবে। এই কল্যাণ তহবিলের ৫ বছর পর্যন্ত মেয়াদ থাকবে। অন্য সদস্যগণ প্রতিমাসে ১০০ (একশত) টাকা করে কল্যাণ তহবিলে জমা বাধ্যতামূলক, আর নির্যাতিত মানুষের কল্যাণের জন্য কাজ করতে হবে। যে সকল সদস্যগণ মিটিং এ হাজির হতে ব্যর্থ হয়েছে তাদের আজ ১২/০১/২০১৮ তারিখ হইতে বিভাগীয় কমিটি হইতে বহিষ্কার করা হয়েছে। তাদের আর কোনদিন এই সংগঠনের সদস্য পদে নেয়া হইবে না।
Check Also
আশাশুনির কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ধ্বস।।আতঙ্কিত এলাকাবাসী
আশাশুনি উপজেলা জামায়াতের রোকন সম্মেলন অনুষ্ঠিতএস,এম মোস্তাফিজুর রহমান(আশাশুনি)সাতক্ষীরা প্রতিনিধি।।আশাশুনি উপজেলা জামায়াতের মাসিক রোকন সম্মেলন অনুষ্ঠিত …