তালায় ১৬ দলীয় ফুটবল খেলার ফাইনাল অনুষ্ঠিত

আকবর হোসেন,তালাঃ ১২ জানুয়ারী (শুক্রবার) তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেরছি মাঠে শেখ রাসেল স্মৃতি ফুটবল টূনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় ট্রাইব্রেকারের মাধ্যমে মিঠাবাড়ি ফুটবল একাদশকে হারিয়ে বিজয়ী হয়েছেন গৌরী ঘোনার সোহেল রানা স্মৃতি ফুটবল একাদশ।
তেঁতলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার রফিকুল ইসলামের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ। ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক আব্দুল আলীম ও সাংগঠনিক সম্পাদক কাজী মহসীনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক রফিকুল ইসলাম, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু, নগরঘাটা ইউপি চেয়ারম্যান এম. কামরুজ্জামান লিপু, তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি ও তালা প্রেসক্লাবের সাধারন সম্পাদক সরদার মশিয়ার রহমান, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দিন বিশ্বাস, তেঁতুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন, ইউপি সদস্য মো. আলাউদ্দিন সরদার, সেকেন্দার আলী মোড়ল, ছাত্রলীগ নেতা মহিদুল ইসলাম প্রমুখ। খেলায় সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন জাহিদুর রহমান লেলিনম।
পরে উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ী ও পরাজিত দলের মাঝে পুরুষ্কার বিতরন করেন।

১২জানুয়ারী,২০১৮শৃক্রবার::ক্রাইমর্বাতা.কম/প্রতিনিধি/আসাবি

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।