ক্রাইমবার্তা রিপোর্ট:যশোর প্রতিনিধি: যশোরে উদ্বোধন হয়ে গেলো ভৈরব আই টি সেন্টার। গতকাল শনিবার সকালে প্রতিষ্ঠানটির যশোর শহরের বেজপাড়া মেইন রোডস্থ বনানী মোড়ে শেখ হাসিনা সফটওয়ার টেকনোলজি পার্ক সংলগ্ন নিজস্ব কার্য্যালয়ে আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানের। জনিপ্রয় ও পাঠক নন্দিত নিউজ পোর্টাল ক্রাইমবার্তা ডট কম ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান তৈয়েবুর রহমান উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশিষ্ট সফটওয়ার ইঞ্জিনিয়ার ও ভৈরব আই টি সেন্টারের প্রধান উপদেষ্টা মোঃ ফারুক আহম্মেদ, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক এম. আইউব, দৈনিক লোকসমাজ পত্রিকার চিপ রিপোর্টার বিশিষ্ট লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোস্তফা রুহুল কুদ্দুস, দৈনিক গ্রামের কাগজ পত্রিকার বার্তা সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, আবু সুফিয়ান, সাইফুল ইসলাম, শারমিন আক্তার প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের পরিচালক তরিকুল ইসলাম তারেক। অনুষ্ঠান সঞ্চালনা করেন আই টি সেন্টারের প্রশিক্ষক আসাদুজ্জামান শান্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান তথ্য প্রযুক্তির যুগে আই টি প্রশিক্ষণের বিকল্প নেই। ভৈরব আইটি সেন্টার যশোরের সকল মানুষের জন্য একটি আস্থার আইটি প্রতিষ্ঠান হিসিবে আবির্ভুত হবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। #১৪জানুয়ারী,২০১৮রবিবার::ক্রাইমর্বাতা.কম/প্রতিনিধি/আসাবি
Check Also
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …