ক্রাইমবার্তা রিপোর্ট:ভারতে পাচার কালে সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে ৫ পিস স্বর্ণের বারসহ এক চোরাবারীকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে কলরোয়া সীমান্তের মদনপুর কামার পাড়া মোড় থেকে তাকে আটক করা হয়। আটক স্বর্ণ চোরাকারবারীর নাম নাজিম উদ্দীন (৫০)। তিনি উপজেলার দক্ষিণ ভাদিয়ালী গ্রামের মৃত ইসমাঈল দালালের ছেলে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বিষয়টি নিশ্চিত করে জানান, যশোর জেলার বাগআচড়া থেকে ভারতে পাচারের জন্য চোরাকারবারীদের একটি গ্রুপ স্বর্ণের একটি চালান কলারোয়া সীমান্তে নিয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মদনপুর কামাপাড়া মোড়ে পুলিশ অভিযান চালায়। এ সময় সেখান থেকে নাজিমউদ্দিনকে আটক করে তার দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। তিনি আরো জানান, উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৫০ তোলা। ১৫জানুয়ারী,২০১৮সোমবার::ক্রাইমর্বাতা.কম/প্রতিনিধি/আসাবি
Check Also
সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ডের উদ্যোগে সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামি সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ড (রাজারবাগান ও সরকারপাড়া ইউনিট) এর উদ্যোগে …