তোজাম্মেল হোসেন মঞ্জু, ডোমার (নীলফামারী) প্রতিনিধি :নীলফামারী জেলার চিলাহাটিতে ২দিন ব্যাপী ৬ষ্ঠ বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চিলাহাটি বাজার ব্যবসায়ীদের উদ্যোগে গত ১৬ ও ১৭ জানুয়ারী ২ দিন ব্যাপী তাফসিররুল কোরআন মাহফিলের ১ম দিনে আলহাজ্ব হাফেজ মুফ্তি মোঃ আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে প্রাধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলার চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনীয়া। তাফসির করেন-ঢাকা যাত্রাবাড়ী বায়তুন নুর জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওলানা আব্দুল আলীম সাইফি, ঢাকা গন্ডারিয়া বায়তুল মামুর জামে মসজিদের পেশ ইমাম, আলহাজ্ব হাফেজ মাওলানা সহ ইমতিয়াজুল হক।
২য় দিনে আলহাজ্ব মোঃ আতাউর রব চৌধুরী বিটুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লেঃ কর্ণেল অবঃ তছলিম উদ্দিন। তাফসির করেন ঢাকা ধানমুন্ডি বাইতুল আকসা জামে মসজিদের খতিব আলহাজ্ব মুফ্তি ইলিয়াস হামিদী, রংপুর জামাল উদ্দিন মডেল মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা নুর মোহাম্মদ জিহাদী, ঢাকা মিরপুর বাইতুল জামে মসজিদের খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা মোঃ শফিকুল ইসলাম। উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন আ’লীগ ভোগডাবুড়ী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বকুল, ভোগডাবুড়ী ইউপি চেয়য়ারম্যান একরামুল হক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ভোগডাবুড়ী ইউনিয়ন কমান্ড আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা আব্দুর জব্বার কানু, যুবলীগ ভোগডাবুড়ী ইউনিয়ন শাখার সভাপতি এ.কে.এম জাহাঙ্গীর বসুনীয়া রাসেল, ভোগডাবুড়ী ইউপি সাবেক চেয়ারম্যান আবু তাহের সরকার, বীরমুক্তিযোদ্ধা ইকবাল হোসেন, ষ্টেশন মাষ্টার (অবঃ), আলহাজ্ব শাহ্ নবীউল হক, পিন্সিপাল আদর্শ শিশু বিদ্যা নিকেতন, বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন,নাজিম মাসুদ ট্রেডার্স প্রোঃ সাদেকুল আলম, আনোয়ার হোসেন সরকার প্রমুখ্য।
