প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে কোনো নির্বাচন হবে না: দুদু#প্রধানমন্ত্রীকে রেখেই নির্বাচন: নাসিম

 ক্রাইমবার্তা ডেস্করিপোর্ট:ঢাকা: বর্তমান সরকারপ্রধান শেখ হাসিনার বানানো নির্বাচনে বিএনপি যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
বুধবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, নির্বাচন হবে। তবে সেই নির্বাচনে বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারপ্রধান থাকবেন না। তার নিয়ন্ত্রণে আর কোনো নির্বাচন হবে না। আমার নেত্রী বলেছেন, আমিও বলছি- আমরা নির্বাচনে যাবো কিন্তু হাসিনার বানানো নির্বাচনে নয়।
বিএনপির এই শীর্ষ নেতা আরও বলেন, বর্তমান সংবিধান অনুযায়ী শেখ হাসিনা নির্বাচন করতে চান। আমরা বলেছি এ সংবিধানের আন্ডারে ভালো কিছু সম্ভব না। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব না।

সাবেক এই ছাত্রনেতা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ক্ষমতায় আনার জন্য ভোট দিতে হয়েছে। কিন্তু সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরেও তিনি ক্ষমতায় আসতে পারেনি। তারপর একটি যুদ্ধ করতে হয়েছে। ৩০ লাখ লোক শহীদ হয়েছে, ২ লাখ মা-বোনের শ্লীলতাহানি হয়েছে।
এসময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের কঠোর শাস্তি দাবি করেন।
এসময় তিনি অভিযোগ করে বলেন, আমাদের নেত্রী খালেদা জিয়াকে বারবার কোর্টে যেতে হচ্ছে। আমরা তা মেনে নিয়েছি। কিন্তু কোর্টে যাওয়ার সময় আমাদের নেতাকর্মীদের ধরপাকড় করা হচ্ছে। কোনও মামলা, অভিযোগ ছাড়াই নেতাকর্মীদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে। এটা সম্পূর্ণ সংবিধান পরিপন্থি। অথচ এখানে তারা (আওয়ামী লীগ) সংবিধানের কথা উচ্চারণই করেন না। আসলে বর্তমান অবৈধ সরকারই সংবিধান মানছে না।

————0————–

তত্ত্বাবধায়ক গোরস্থানে, শেখ হাসিনার অধীনেই নির্বাচন

  আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার গোরস্থানে চলে গেছে। শেখ হাসিনার অধীনেই পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকারের অধীনে সময় মতোই নির্বাচন অনুষ্ঠিত হবে। বেগম খালেদা জিয়া শেখ হাসিনার অধীনেই নির্বাচন করতে বাধ্য হবেন। যদি নির্বাচন না করেন তাহলে বিএনপিকে বাটি চালান দিয়ে খুঁজে পাওয়া যাবে না। আর সেই নির্বাচনে ১৪ দল আবারো সুষ্ঠু ভোটের মাধ্যমে ক্ষমতায় আসবে।

সহায়ক সরকার নিয়ে তিনি বলেন, সহায়ক সরকার বলতে পৃথিবীতে কোনো কিছু নাই। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধিনেই অনুষ্ঠিত হবে।

পদ্মা সেতু নিয়ে মন্ত্রী বলেন, খালেদা জিয়া বলেছেন পদ্মা সেতুতে নাকি উঠা যাবে না। পদ্মা সেতুর কাজ শুরু নয়, শেষও হবে শেখ হাসিনার অধিনেই। খালেদা জিয়া ক্ষমতায় আসলে পদ্মা সেতুর কাজ বন্ধ করে দেবে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় রশিকতা করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য বলেন, খালেদা জিয়ার জন্য পদ্মা সেতুতে টোল ফ্রি করে দেয়া হবে। বিএনপি ক্ষমতায় আসলে দেশের সার্বিক উন্নয়ন কাজ বন্ধ হয়ে যাবে। তাই খুব বুঝে শুনে ভোট দিতে হবে।

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জনের সভাপতিত্বে সভায় ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ (আশুগঞ্জ-সরাইল) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, সিবিএইচসির লাইন ডিরেক্টর আবুল হাপসেম খান, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী বিগ্রেডিয়ার জেনারেল এমএ মোহী, চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য পরিচালক মো. মজিবুল হক, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা স্বাচিপ এর সভাপতি ডা. আবু সাঈদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মঈন প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের জন্য উপজেলা পরিষদের পাশের পাঁচ একর জমি অধিগ্রহণ শেষে ২০১৪ সালে ৯ নভেম্বর ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ কাজ শুরু হয়। ১৭ কোটি ৫৪ লাখ ৭৪ হাজার টাকা ব্যয়ে এই নির্মাণ কাজ শেষ করে ২০১৬ সালের নভেম্বর মাসে স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

২৪জানুয়ারী,২০১৮মঙ্গলবার:ক্রাইমর্বাতা.কম/প্রতিনিধি/আসাবি

Check Also

৩০ জুলাই পর্যন্ত অনেক দল সিদ্ধান্ত নিতে পারেনি, সংগ্রামে যুক্ত হবে কি না: সারজিস আলম

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।