শেখ কামরুল ইসলাম : ‘বাড়াবো প্রাণিজ আমিষ গড়বো দেশ স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাণিজসম্পদ সেবা সপ্তাহ ২০১৮ উপলক্ষে স্কুল ফিডিং (দুধ খাওয়ানো) অনুষ্ঠিত হয়েছে। বুধবার দপুরে শহরের সুলতানপুরস্থ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলে প্রাণিজসম্পদ বিভাগ সাতক্ষীরার আয়োজনে ৫০ জন কোমলমতি প্রতিবন্ধী শিক্ষার্থীকে দুধ খাওয়ানো হয়। এসময় উপস্থিত ছিলেন প্রাণিজসম্পদ বিভাগ সাতক্ষীরার সদর ভেটেরিনারী সার্জন ডা. মো. জিল্লুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক ফারজিনা নাহিদ নিগার, ভি.এফ.এ সদর মো. আবুল কালাম মোস্তফা, জেলা প্রাণিজসম্পদ অফিসের মিশ্রকী মো. আব্দুর রকিব, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের সহকারী শিক্ষক হাবিবুল্লাহ হাবিব, আসাদুজ্জামান আসাদ, সাইফুর রহমান, ফারজানা সুলতানা, ফাহমিদা খাতুন, রাজমিতা মন্ডল, সুমি ও কামরুজ্জামানসহ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের শিক্ষকবৃন্দ।
২৪জানুয়ারী,২০১৮মঙ্গলবার:ক্রাইমর্বাতা.কম/প্রতিনিধি/আসাবি