আক্তারুজ্জামান(আক্তারুল) : সারা দেশের ন্যয় সাতক্ষীরার তালায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে চারজন শিক্ষক বহিষ্কার’র খবর পাওয়া গেছে। ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার চারটি কেন্দ্রে পরীক্ষা শুরু হয়েছে। চার কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৯৩৩ জন। উপস্থিত ১৯২৩ জন, অনুপস্থিত ১০ জন। এরমধ্যে তালা বিদে সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭০৭ জন, অনুপস্থিত ছাত্রী ১ জন। শহীদ আলী আহম্মদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৩১ জন, অনুপস্থিত ছাত্র ১ জন। তালা আলিয়া মাদ্রাসা কেন্দ্রে ৩১৩ জন, অনুপস্থিত ৬ জন। খলিশখালী মাগুরা এসসি কলেজিয়েট ইন্সিটিটিউশন কেন্দ্রে ৪৮২ জন, অনুপস্থিত ২ জন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আতিয়ার রহমান জানান, তালা চারটি কেন্দ্রে পরীক্ষা সুষ্ঠু পরিবেশে প্রথম দিন সম্পন্ন হয়েছে। কোন ছাত্র-ছাত্রী বহিষ্কারের ঘটনা ঘটেনি। তবে তালা বিদে স্কুল কেন্দ্র থেকে চারজন শিক্ষক বহিষ্কার হয়েছে।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, প্রথম দিন পরীক্ষা সুন্দর ও সুষ্ঠু হয়েছে তবে চারজন শিক্ষক তাদের দায়িত্বে অবহেলার দায়ে বহিষ্কার করা হয়েছে।
Check Also
সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ডের উদ্যোগে সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামি সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ড (রাজারবাগান ও সরকারপাড়া ইউনিট) এর উদ্যোগে …