ঢাকা: নতুন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, আইনের শাসন প্রতিষ্ঠা ও প্রতিটি মানুষের ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যা কিছু আমার পক্ষে করা সম্ভব তার সবটুকু আমি করবো।
বর্তমান প্রেক্ষাপটে সংবিধানের ৯৫(২) (গ) অনুচ্ছেদ অনুযায়ী বিচারপতি নিয়োগে আইন প্রণয়ন অপরিহার্য বলে মন্তব্য করেছেন তিনি।
রোববার সুপ্রিমকোর্টের আপিল বিভাগে প্রধান বিচারপতিকে সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশন ও অ্যাটর্নি জেনারেলের দেয়া অভিনন্দনের প্রেক্ষিতে এ কথা বলেন তিনি।
প্রধান বিচারপতি বলেন, আইন, নির্বাহী ও বিচার বিভাগ রাষ্ট্রের এ তিনটি অঙ্গের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি দেশ উন্নয়নের পথে অগ্রসর হতে পারে। যেখানে এ তিনটি অঙ্গের কাজের মধ্যে সমন্বয়ের অভাব থাকে, সেখানে উন্নয়ন ব্যাহত হয়। এ তিনটি অঙ্গের কাজের মধ্যে যেন সমন্বয় রক্ষা করা যায় সেজন্য আমি সবসময় চেষ্টা করবো।
Check Also
ঘোনা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন
আবুল হোসেন সদর প্রতিনিধি : ঘোনা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ …