সাতক্ষীরা সংবাদদাতা: সাতক্ষীরা সিটিকলেজের প্রভাষক গাজী রেজাউল করিম মনুকে আটক করেছে পুলিশ। গতকাল রাতে তাকে আটক করা হয়। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পাটকেলঘাটা থানা পুলিশের বিশেষ অভিযানে গত ইং- ০৪/০২/১৮ তারিখ বিকালে অত্র থানাধীন খলিষখালী ইউনিয়নের নিজ দুধলী গ্রামের বাড়ী থেকে তাকে আটক করা হয়।
তিনি ছাত্রশিবিরের সাথে জড়িত ছিল বলে পুলিশ জনায়। গাজী রেজাউল করিম মনু পাটকেলঘাটা থানার খলিষখালী ইউনিয়নের দুধলায় গ্রামের মৃত খাদেম আলী গাজীর ছেলে। সে পাটকেলঘাটা থানার মামলা নং- ১০(১২)১৭ এর ঘটনার সহিত জড়িত বলে পুলিশ জানায়। নাশকতা মূলক কর্মকান্ড সম্পাদন করার সাক্ষ্য প্রমান পাওয়ায় তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশের দাবী। তিনি সাতক্সীরা ডক্টরস ল্যাবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। এছাড়া সাতক্ষীরা সিটি কলেজে বিএম শাখায় অধ্যাপনা করতেন। তার পরিবারের পক্ষ থেকে দাবী করা হয় তার বিরুদ্ধে কোন মামলা ছিলনা। এছাড়া খলিষখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ব্যাপক জপ্রিয়তা পাওয়াতে তাকে প্রতিহিংসার শিকার হতে হল।
Check Also
লক্ষ টাকার ৮ দলীয় নলতা শরীফ কাপ ফুটবল টুর্নামেন্টের ১ম রাউন্ডের ২য় খেলা অনুষ্ঠিত
মামুন বিল্লাহ (কালিগঞ্জ সাতক্ষীরা):-সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা মাধ্যমিক বিদ্যালয় ফুটবল প্রাঙ্গনে বন্ধু মহলের আয়োজনে …