জনপ্রিয় অনলাইন সংবাদপত্র ভয়েস অব সাতক্ষীরার প্রতিনিধি সভা

ক্রাইমবার্তা রিপোর্ট:সব খবর সবার আগে’ এই স্লোগানে জনপ্রিয় অনলাইন সংবাদপত্র ভয়েস অব সাতক্ষীরার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ফেব্রুয়ারি) সাতক্ষীরা প্রেসক্লাবের শহীদ সম আলাউদ্দিন মিলনায়তনে এ প্রতিনিধি সভায় সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম।


এশিয়ান টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আব্দুস সামাদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ ডা. মো. আবুল কালাম বাবলা, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. আবুল কালাম আজাদ, মনিরুল ইসলাম মিনি, সুভাষ চৌধুরী, আনিছুর রহিম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী, সহ-সভাপতি আব্দুল কচি প্রমুখ। প্রতিনিধি সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ভয়েস অব সাতক্ষীরার সম্পাদক এম কামরুজ্জামান। অনুষ্ঠানে ভয়েস অব সাতক্ষীরার বিভিন্ন উপজেলার প্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।