সিলেট: সিলেটের কোম্পানিগঞ্জ পাথর কোয়ারিতে মাটি ধসে নিহত হয়েছেন ৫ শ্রমিক। এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
কোম্পানিগঞ্জ থানার ওসি শফিকুর রহমান খান জানান, মামলাটি দায়ের করেছেন নিহত পাথর শ্রমিক আতাবুরের ছেলে নাছির মিয়া। মামলায় উপজেলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলী আমজাদ হোসেনসহ সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া, অজ্ঞাত আরও ৫ জনকে আসামি দেখানো হয়েছে। এ ঘটনায় কোয়ারির লেবার সর্দার আব্দুর রউফকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
অন্য আসামিদের গ্রেপ্তারে অভিজান চলছে বলে জানিয়েছে থানা কর্তৃপক্ষ।
উল্লেখ্য, রোববার রাত সাড়ে নয়টার দিকে কোম্পানিগঞ্জ উপজেলার কালাইরাগে গর্ত করে পাথর তুলছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় হঠাৎ মাটি ধসে পড়ে। এতে নিহত হন ৫ শ্রমিক। তাদের মধ্যে একজন আতাবুর রহমান। তিনি উপজেলার জামালগঞ্জের কলকটা গ্রামের বাসিন্দা।
Check Also
সাতক্ষীরায় উগ্রবাদী সাদপন্থীদের বিরুদ্ধে তৌহিদি জনতার মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি ; উগ্রবাদী সন্ত্রাসী সাদপন্থীদের কর্মকান্ডের প্রতিবাদে সাতক্ষীরায় প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে মানববন্ধন …