সিলেটে মাটি ধসে ৫ শ্রমিক নিহত: আ. লীগ নেতাসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

সিলেট: সিলেটের কোম্পানিগঞ্জ পাথর কোয়ারিতে মাটি ধসে নিহত হয়েছেন ৫ শ্রমিক। এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
কোম্পানিগঞ্জ থানার ওসি শফিকুর রহমান খান জানান, মামলাটি দায়ের করেছেন নিহত পাথর শ্রমিক আতাবুরের ছেলে নাছির মিয়া। মামলায় উপজেলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলী আমজাদ হোসেনসহ সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া, অজ্ঞাত আরও ৫ জনকে আসামি দেখানো হয়েছে। এ ঘটনায় কোয়ারির লেবার সর্দার আব্দুর রউফকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
অন্য আসামিদের গ্রেপ্তারে অভিজান চলছে বলে জানিয়েছে থানা কর্তৃপক্ষ।
উল্লেখ্য, রোববার রাত সাড়ে নয়টার দিকে কোম্পানিগঞ্জ উপজেলার কালাইরাগে গর্ত করে পাথর তুলছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় হঠাৎ মাটি ধসে পড়ে। এতে নিহত হন ৫ শ্রমিক। তাদের মধ্যে একজন আতাবুর রহমান। তিনি উপজেলার জামালগঞ্জের কলকটা গ্রামের বাসিন্দা।

Please follow and like us:

Check Also

চট্টগ্রামে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় পাঁচলাইশ থানা ছাত্রলীগ এর বৃক্ষরোপন কর্মসূচি

বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনায় তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও SDG অর্জনের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগের ১০ দিনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।