শার্শায়  পিস্তল ও গুলি সহ সন্ত্রাসী আটক 

বেনাপোল প্রতিনিধি;যশোরের শার্শায় জামতলা নামক স্থান থেকে বুধবার সকালে পুলিশ একটি নাইন এমএম পিস্তল ও ১ রাউন্ড গুলিসহ সোহানুর রহমান সোহান (২৬) নামে ১ জন সন্ত্রাসী আটক করেছে।

আটক সোহানুর নাভারন দক্ষিণ বুরুজবাগান গ্রামের আব্দুল আজিজের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদে জান‌তে পারি কয়েকজন সন্ত্রাসী সন্ত্রাসী কর্মকান্ডের জন্য বাঁগআচড়ার জামতলা নামক স্থানে গোপন বৈঠক করছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বাঁগআচড়া পুলিশ ফাঁড়ির একটি দল সেখানে অভিযান চালিয়ে সোহানুরকে একটি নাইন এম এম পিস্তল ও ১ রাউন্ড সহ আটক করে। এ সময় তার সংগীরা পালিয়ে যায় ।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এম মশিউর রহমান অস্ত্র ও গুলি সহ একজন সন্ত্রাসী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, সোহানের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে। #

Check Also

আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।