সাতক্ষীরায় ১৩ কোটি ৪ লক্ষ ৬২ হাজার টাকার মাদকদ্রব্য ধ্বংস

 ক্রাইমবার্তা রিপোর্ট:১৩ কোটি চারলক্ষ ৬২ হাজার ৪ শত টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে সাতক্ষীরা ৩৮ বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।মঙ্গলবার(৬মার্চ) সকাল ১০টায় সাতক্ষীরা ৩৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অভ্যন্তরে যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়া জেনারেল মোঃ খালেদ আল মামুন, খুলনা সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ তৌহিদুল ইসলাম, ৩৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল সরকার মোঃ মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোছাঃ নাজমুন্নাহার, সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার) হুমায়ুন কবির, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, কলারোয়া উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন, সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক লাকিয়া খানমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়িার সাংবাদিকবৃন্দের উপস্থিতে বিপুল পরিমান এ মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
৩৮ বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১ এপ্রিল হতে ২০১৮ সালের ৫ মার্চ পর্যন্ত সাতক্ষীরা জেলার ৫৪ কিঃ মিঃ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার ২ শত ৮ বোতল ফেন্সিডিল, ২৬ হাজার ৬ শত ৬৬ বতল বিভিন্ন প্রকার মদ, ২ শত ২৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ১ কোটি ২২ লক্ষ ৩৭ হাজার ৭২৫ পিছ বিভিন্ন পকার নেশা জাতীয় ট্যাবলেট, ৩৮৫টি ইয়াবা এবং ৫৩৮টি এ্যামপল নেশাজাতীয় ইনজেকশন আটক করে।
এর আগে মাদকদ্রব্য ধ্বংস ও জনসচেতনতা বৃদ্ধিকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়া জেনারেল মোঃ খালেদ আল মামুন বলেন, মাদক আমাদের যুব সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌছে দেয়। নষ্ট হয় তাদের ভবিষৎ। সেকারণে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া বিজিবির একার পক্ষে সমাজ হতে মাদক নির্মূল করা সম্ভব না। এছাড়া সমাজকে মাদক মুক্ত করতে সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।