ক্রাইমবার্তা রিপোর্ট:সাতক্ষীরার আশাশুনিতে চতুর্থ শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষিতার পিতা বাদী হয়ে আশাশুনি থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছেন। পুলিশ ধর্ষকের স্ত্রী বানু বেগমকে বৃহস্পতিবার রাতে আটক করেছে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম সাইন জানান, ৪ ফেব্রুয়ারি স্কুল ছাত্রী সন্ধ্যায় টিউবওয়েলে পানি আনতে গেলে পুরোহিতপুর গ্রামের মৃত শহর আলী সরদারের ছেলে মোহাম্মাদ আলী (৫৫) তাকে জোরপূর্বক তুলে নিয়ে বাড়ির পাশে একটি আম বাগানে নিয়ে তাকে ধর্ষণ করে। এ ঘটনায় ৮ মার্চ’১৮ তারিখে ধর্ষিতার পিতা বাদী হয়ে ধর্ষক মোহাম্মাদ আলি ও তার স্ত্রীকে বানু বেগমকে আসামী করে আশাশুনি থানায় একটি ধর্ষন মামলা দায়ের করে। এ ঘটনায় পুলিশ রাতেই ধর্ষকের স্ত্রী বানুকে আটক করেছে। ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য ৯মার্চ শুক্রবার সকালে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Check Also
বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে সাতক্ষীরায় থাকবে বাড়তি নিরাপত্তা -ডিসি মোস্তাক আহমেদ।
শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা :বড়দিন উদযাপন এবং ৩১ ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে সাতক্ষীরায় …