নিজস্ব প্রতিনিধিঃ পুলিশের বিশেষ অভিযানে বিএনপি জামায়াতের ৬ কর্মীসহ সাতক্ষীরায় ৫৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা থেকে রোববার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে, সাতক্ষীরা থানা ১২ জন, কলারোয়া থানা ১১ জন, তালা থানা ৬ জন, কালিগঞ্জ থানা ৯ জন, শ্যামনগর থানা ৭ জন, আশাশুনি থানা ৪ জন, দেবহাটা থানা ৩ জন ও পাটকেলঘাটা থানা পুলিশ ৪ জনকে আটক করেছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতরা নাশকতা সহ বিভিন্ন অপরাধে জড়িত এবং বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।অন্য দিকে আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে দরগাহপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতিকে আটক করেছে। দরগাহপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মধ্যম দরগাহপুর গ্রামের মৃত শের আলী সরদারের ছেলে প্রফেসর আঃ গনি । তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে ২৪/১/১৮ও ২২/১০/১৭ দুটি মামলা রয়েছে বলে পুলিশের দাবী।
এসআই বিশ্বজিৎ ও এএসআই কামরুল জানান,অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …