মাদারীপুর: পুলিশি পাহারায় আদালতে নেয়া হচ্ছিল মাদক মামলার এক আসামিকে। পথে হাতকড়াসহ পালিয়ে যায় আসামি। প্রায় দুই ঘণ্টা খোঁজাখুঁজির পর আমগাছ থেকে আবার তাকে আটক করা হয়।
রোববার ঘটনাটি ঘটেছে মাদারীপুরের পূর্ব ডাসারের কাঁঠালতলা বাজার এলাকায়।
পুলিশ জানায়, শনিবার ডাসার থানার পূর্ব দর্শনা গ্রামের সিরাজ মাদবরের ছেলে শাহাদাৎ মাদবরকে (১৮) গ্রেফতার করা হয়। রোববার সকালে তাকে হাতকড়া পরিয়ে ভ্যানযোগে ডাসার থানা থেকে মাদারীপুর আদালতে নেয়া হচ্ছিল। ভ্যানটি কাঁঠালতলা বাজার এলাকায় পৌঁছলে পুলিশকে ফাঁকি দিয়ে হাতকড়াসহ দৌড়ে পালিয়ে যায়। প্রায় দুই ঘণ্টা খোঁজাখুঁজির পর আমগাছের মগডাল থেকে তাকে আবার আটক করা হয়।
ডাসার থানার ওসি ইমদাদুল জানান, তাকে আদালতে নেয়ার পথে সে পালিয়ে গিয়েছিল। পরে তাকে আবার আটক করা হয়েছে।
Check Also
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …