ডুমুরিয়া প্রতিনিধি \ ডুমুরিয়ায় মাগুরখালী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান কার্তিক চন্দ্র মন্ডল (৪৫) সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে।গতকাল রোববার বেলা ১২ টায় মাগুরা জেলার মাগুরা থানাধীন বাটাজোড় নামক স্থানে মোটরসাইকেল ও যাত্রীবাহী বাস সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে।এ ঘটনায় ঘাতক ( ময়মনসিংহ জ-১১-০০২১) নং বাসটি আটক করেছে মাগুরা থানা পুলিশ।মাগুরা থানার ওসি ইলিয়াজ হোসেন (পিপিএম) জানান ডুমুরিয়া থানার মাগুরখালী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান কার্তিক চন্দ্র মন্ডল পরিচয়ের এক ব্যক্তি ঘটনার সময়ে তার ব্যবহারিত খুলনা মেট্্েরা ল ১১-৮০৩২ নং গাড়ী যোগে নড়াইল থেকে খুলনা যাওয়ার পথে ঘটনা স্থলে পৌছালে আটক যাত্রীবাহী বাসের সাথে তার সংঘর্ষ হয়।এতে কার্তিক গুরুতর আহত হয়ে পড়লে তাকে উদ্ধার করে রাজবংশী হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করে।এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে এ ছাড়া নিহতের মোটর সাইকেলটি পুলিশ হেফাজাতে রয়েছে।নিহতের পারিবারিক সূত্রে জানা যায় উপজেলার গজালিয়া গ্রামের নির্মল মন্ডলের ছেলে কার্তিক মৃত্যু কালে স্ত্রী,এক ছেলে ও এক মেয়ে রেখে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।কার্তিক ১৯৮৯ সালে স্থানীয় পলীশ্রী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি,১৯৯১ সালে ডুমুরিয়া মহাবিদ্যালয় থেকে এইচএসসি ও ১৯৯৩ সালে ¯œাতক ডিগ্রী লাভ করেন।এরপর ২০০২ সালে মাগুরখারী ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে সমাজ সেবায় নিজেকে আত্ম নিয়োগ করেন।এ দিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সমগ্র ডুমুরিয়ার মানুষ যেন হতবাক হয়ে পড়ে।তারপরও নির্মম কষ্ট ও বদনাতো মেনে নিতেই হবে। কার্তিক আর ফিরে আসবে না তবে তার রেখে যাওয়া অসংখ্য স্মৃতি আজীবন কাঁদাবে মাগুরখালীবাসিকে। এলাকাবাসি আজীবন মনে রাখবে তাকে এমনটি জানিয়েছেন তার অনেক ভক্তবৃন্দ।
Check Also
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …