নিয়াজ কওছার তুহিন/আফজাল হোসেন: একটি বেসরকারি সংস্থায় কর্মরত কালিগঞ্জের কুশলিয়া ইউনিয়নের বাজারগ্রামের মনিরুজ্জামান (৩৮) এবং তার স্ত্রী রেজিনা খাতুন (৩০) শোকে পাথর। চোখের সামনে দু’টি খাটিয়ায় তাদের অতি আদরের দু’শিশু সন্তান আশিকুজ্জামান (১২) ও মীম (৩) এর নিথর দেহ। অপর একটি খাটিয়ায় রয়েছে শিশু দু’টির দাদি আকলিমা বেগম (৬০)। অশ্রুসজল নয়নে সেখানে ভিড় করে আছেন আত্মীয়স্বজন, প্রতিবেশী ও বিভিন্ন স্থান থেকে শোক প্রকাশ করতে আসা বিপুল সংখ্যক নারী, শিশুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পরিবারের সদস্যদের মাঝে শুধুই হাহাকার। মমতাময়ী মা ও দু’ভাতিজাকে শেষবারের মতো দেখার জন্য ছুটে এসেছেন সৈয়দপুর সেনানিবাসে কর্মরত সেনাসদস্য নাসিরুজ্জামান বাবু (৩২)। এরআগে দুর্ঘটনায় নিহতদের দেখতে সেখানে ছুটে যান উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধকালীন কমান্ডার শেখ ওয়াহেদুজ্জামান, কুশলিয়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, জেলা পরিষদ সদস্য নুরুজ্জামান জামু ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয় ইউপি সদস্য শেখ খায়রুল আলম ও নিহতদের স্বজন এড. সালাউদ্দীন আহম্মেদ নিহতদের পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মনিরুজ্জামানের চাচা এলাহী বক্সের (৮০) জানাজা শেষে খুলনা থেকে পিকআপে বাড়ি আসার সময় পাটকেলঘাটার আসাননগর এলাকায় পৌছানোর পর বিপরীতমূখী মালবাহী ট্রাকের ধাক্কায় নিহত হন ৬ জন। অন্তত ৭ জন আহত হন। তবে ওই পিকআপে থাকলেও অক্ষত থাকেন আশিকুজ্জামান ও মীম এর মা রোজিনা খাতুন। ৫ম শ্রেণিতে পড়–য়া ছেলে আশিকুজ্জামান ও ৩ বছরের শিশুকন্যা মিম কে হারিয়ে রোজিনা খাতুন এখন বাকরুদ্ধ। তারা জানান, নিহত অপর ৩ জনও মনিরুজ্জামানের স্বজন। তারা হলেন মনিরুজ্জামানের ভাতিজা সাব্বির হোসেন (৮), নিকটাত্মীয় কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের ইউসুফ ঢালীর ছেলে সাঈদুর রহমান (৩৫) ও মোহাম্মদ আলী বিশ^াসের স্ত্রী নূরবানু (৪৫)। এর মধ্যে শাহিন হোসেনের ছেলে সাব্বির হোসেনকে জানাজা শেষে বুধবার দুপুরে সাতক্ষীরা শহরের আমতলা মোড় এলাকায় দাফন করা হয়েছে। বুধবার বাদ জোহর জানাজা শেষে সাঈদুর রহমান ঢালী ও নূরবানুকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আর বাদ আসর জানাজা শেষে মহৎপুর সরকারি কবরস্থানে আকলিমা বেগম, আশিকুজ্জামান ও মিম এর দাফন সম্পন্ন হয়েছে। সড়ক দুর্ঘটনায় একইসাথে নারী ও শিশুসহ ৬ জনের মর্মান্তিক মৃত্যু হওয়ায় উপজেলা জুড়ে শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে।