আশাশুনিতে সূর্যকান্ত স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে ক্রিকেটর মোস্তাফিজের পুরষ্কার বিতরণ

ক্রাইমবার্তা রিপোট: আশাশুনির কুন্ডড়িয়া ফুটবল মাঠে স্বর্গীয় সূর্যকান্ত মন্ডল স্মৃতি ৮দলীয় নক আউট ক্রিকেট টুর্নমেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনভর খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও পুরষ্কার বিতরণ করেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। আবু বিল্লাল ও এমএম সাহেব আলীর উপস্থাপনায় বিশেষ আকর্ষনীয় ব্যক্তিত্ব ছিলেন, জাতীয় দলের ক্রিকেটর মোস্তাফিজুর রহমান। কুন্ডুড়িয়া পিএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, সমাজ সেবা অফিসার এমদাদুল হক, ইউপি সদস্য জিএম মতিয়ার রহমান, শীষ মোহাম্মদ জেরী, রবিউল ইসলাম সহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও হাজারো দর্শকবৃন্দ। বন্ধু মহলের  আকাশ হোসেন, এড. জাকারিয়া, নাজমুল হুদা, জিয়াদ আলী ও পিন্টু দাশের অর্থায়নে ও আয়োজনে ফাইনাল খেলায় চাম্পাফুল-বাটরা ক্রিকেট একাদশ বনাম ভালুকা চাঁদপুর ক্রিকেট একাদশ মখোমুখি হয়। সিএ নাজমুল হুদার সঞ্চালনায় ভালুকা চাঁদপুর ক্রিকেট একাদশ ব্যাট করতে নেমে প্রথমে নির্ধারিত ১৬ ওভারে ১০ উইকেট হারিয়ে ১০৬ রান সংগ্রহ করে। জবাবে চাম্পাফুল-বাটরা ক্রিকেট একাদশ ৭ ওভারে ২ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান সংগ্রহ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা আম্পায়ারের দায়িত্ব পালন করেন, শীষ মোহাম্মদ জেরী ও গিয়াস উদ্দীন খোকন। খেলা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ান চাম্পাফুল-বাটরা ক্রিকেট একাদশকে ২১ ইঞ্চি কালার টিভি ও রানার্সআপ ভালুকা চাঁদপুর ক্রিকেট একাদশকে ১৭ ইঞ্চি কালার টিভি পুরস্কৃত করেন।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।