ক্রাইমবার্তা রিপোর্ট:সাতক্ষীরা : সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্তবর্তী নদী সোনাইয়ে ভাসছিল একটি পরিত্যক্ত বস্তা। আর সেই বস্তা খুলতেই বের হলো শত শত বাংলাদেশি দুই টাকার নোট। টাকার অংকে যার সংখ্যা ৪৮ হাজার টাকা। আজ শনিবার সকালে সোনাইয়ের গাড়াখালি এলাকায় মেইন পিলার ১৩ এর কাছে রিভার পিলার ৫ এর পাশ থেকে ভাসমান এই টাকাভর্তি বস্তাটি উদ্ধার করেন বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) সদস্যরা। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে কাকডাঙ্গা ক্যাম্প বিজিবি সদস্যরা এই অভিযান চালান।
বিজিবির কাকডাঙ্গা বিওপি কমান্ডার সুবেদার সামসু জানান, পলিথিনে মোড়ানো অবস্থায় টাকার বস্তাটি সীমান্ত নদী সোনাইয়ের গাড়াখালি এলাকায় মেইন পিলার ১৩ এর কাছে রিভার পিলার ৫ এর আশপাশে ভাসছিল। এ সময় বস্তাটি খুলে দুই টাকা মূল্যমানের নোটের ৪৮ হাজার টাকা পাওয়া যায়। তবে তিনি নিশ্চিত করতে পারেননি ওই টাকার ব্যাগ ভারতে নেওয়া হচ্ছিল না কি তা বাংলাদেশে পাচার করা হচ্ছিল।
সুবেদার সামসু জানান, তাঁর ধারনা পাচারকারী চোরাচালানিরা আশপাশেই ছিল। কিন্তু বিজিবি সদস্যদের দেখে পালিয়ে যান তাঁরা। সে কারণে এই পাচারের সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি।