সাঈদীর প্রশংসা করায় ওয়াজে বাধা, আ’লীগ নেতার ওপর মুসল্লিদের জুতা নিক্ষেপ

গোপালগঞ্জ : গোপালগঞ্জে ওয়াজ মাহফিলে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে মন্তব্য করায় প্রধান বক্তাকে ওয়াজ করতে বাধা ও মঞ্চ থেকে নামিয়ে দিয়েছেন আওয়ামী লীগ নেতা। এতে ওয়াজ মাহফিলে আসা উত্তেজিত জনতা ক্ষিপ্ত হয়ে ওই নেতাকে লাঞ্ছিত করেছেন। সোমবার দিবাগত রাত ১১ টায় জেলার কাশিয়ানী উপজেলার ছোটখারকান্দি গ্রামে ওয়াজ মাহফিলে এ ঘটনা ঘটে।

লাঞ্ছিত কাজী জাহাঙ্গীর আলম মাহফিল কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করেছে পুলিশ। আটকদের বাড়ি পার্শ্ববর্তী নড়াইল জেলার লোহাগড়া উপজেলার বিভিন্ন গ্রামে।

জানা যায়, গত সোমবার উপজেলার ছোটখারকান্দি গ্রামবাসীর উদ্যোগে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। রাত ১১ টার দিকে মাহফিলের প্রধান আকর্ষণীয় বক্তা মুঈনুল ইসলাম ওয়াজ করেন। এ সময় তিনি মানবতাবিরোধী অপরাধ মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত মাওলানা দেলওয়ার হোসাইন সাঈদীকে প্রখ্যাত আলেম ও নিরপরাধ হয়েও জেল খাটছেন বলে উল্লেখ করেন। তিনি দেলওয়ার হোসাইন সাঈদী সম্পর্কে আরও কিছু কথা বলার জন্য উপস্থিত লোকদের কাছে অনুমতি চান।

এ সময় মাহফিলের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম ওই বক্তাকে ওয়াজ করতে নিষেধ করেন। একপর্যায়ে তাকে মঞ্চ থেকে নামিয়ে দেন। এতে মাহফিল শুনতে আসা লোকেরা ক্ষিপ্ত হয়ে আওয়ামী লীগের ওই নেতার ওপর চড়াও হয়। তারা আওয়ামী লীগের ওই নেতাকে লক্ষ্য করে জুতা-সেন্ডেল নিক্ষেপ করে উত্তেজিত লোকেরা। পরে তিনি স্থানীয় লোকজনের সহযোগিতায় ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন।

আওয়ামী লীগ নেতা কাজী জাহাঙ্গীর আলম বলেন, ‘মাহফিলে আগত বক্ততা মুঈনুল ইসলাম দেলওয়ার হোসাইন সাঈদীর গুনগান গেয়ে ওয়াজ করছেন। এ সময় আমি তাকে ওয়াজ করতে নিষেধ করি। কিন্তু তিনি না শুনলে আমি তাকে মঞ্চ থেকে নামিয়ে দিতে বাধ্য হই। এ সময় ওই বক্তার সমর্থিত জামায়াতপন্থী কিছু লোকেরা আমার ওপর চড়াও হয়। আমি স্থানীয়দের সহযোগিতায় মাহফিল থেকে পালিয়ে আসতে বাধ্য হই।’

মাহফিল পরিচালনার দায়িত্বে থাকা তাওহীদুল ইসলাম কামাল জানান, প্রতি বছরের মতো এবারও গ্রামবাসীর উদ্যোগে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছিল। মাহফিলে প্রায় ১০ হাজার লোকের আগমন ঘটেছিল। কিন্তু হঠাৎ মুঈনুল ইসলামের বক্তব্য শুনে মাহফিলের সভাপতি ও আওয়ামী লীগ নেতা কাজী জাহাঙ্গীর আলম উত্তেজিত হয়ে ওয়াজ করতে নিষেধ করেন। হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই লোকজন উত্তেজিত হয়ে তার ওপর অতর্কিত হামলা ও জুতা-সেন্ডেল নিক্ষেপ করে। আমরা এলাকাবাসী উত্তেজিত জনতাকে সামাল দিতে চেষ্টা করেও ব্যর্থ হই।’

কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার পরপর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত স্বাভাবিক করি। ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Check Also

আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।