প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান ও তার সহযোগীদের বহিষ্কার ও শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে সাতক্ষীরা জেলা যুবলীগের (একাংশ) উদ্যোগে এ মিছিল ও মানববন্ধনের আয়োজন করা হয়। এসময় যুবলীগের একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এসে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল হক নান্টুর সভপতিত্বে বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মীর মহিতুল আলম মহি, কাজী আক্তার হোসেন, জেলা তাঁতীলীগের সভাপতি মীর আজহার আলী শাহিন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ হাসান ইমাম, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক মেহেদীআলী সুজয়, তাইজুল ইসলাম, ফজলু, সদর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ফজলে রাব্বি শাওন, ফিরোজ, মাসুদ আলীসহ আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কটুক্তিকারী আলীপুরের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপি নেতা আব্দুর রউফের সাথে প্যানেল করে আব্দুল মান্নান বঙ্গবন্ধু ও দলের সাথে বেঈমানি করেছে। বক্তারা আরো বলেন, আব্দুল মান্নান জেলা যুবলীগের আহবায়কের পদ দখল করে চাঁদাবাজী, চোরাচালানী ও বিভিন্ন সাধারণ মানুষের জমি দখল করে কোটিপতি বনে গেছেন। সে সাতক্ষীরা সিটি কলেজ সংলগ্ন এলাকায় জমি দখল করে বিলাস বহুল বাড়ি নির্মাণ করে সেখানে জুয়া ও পতিতাবৃত্তির মত জঘণ্য কাজ করছে। বক্তারা জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান ও তার সহযোগীদের বহিস্কার সহ শাস্তি দাবী করেন।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …