নিজস্ব প্রতিনিধি: নাগরিক সমস্যা নিরসনের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । বুধবার সকাল ১০টায় পৌরসভার সামনে এই মনববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধে জলাবন্ধতা, সুপেয় পানি, পয়:নিষ্কাশন, মশা মাছি নিধন, প্রণসায়ের খাল রক্ষা, রাস্তঘাট সংস্কারের দাবী জানানো হয়।
মানববন্ধনে নাগরিক আন্দোলন মঞ্চের আহবায়ক অ্যাড. ফাইমুল হক কিছলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, শিক্ষাবিধ অধ্যাক্ষ আব্দুল হামিদ, নাগরিক আন্দোলন মঞ্চের যুগ্ন আহবায়ক সুদাংশ শেখর সরকার, ওবায়দুর রহমান বাবলু, নিত্যানন্দ সরকার, সদস্য সচিব আলিনুর খান বাবলু, সদস্য রওনক বাশার, লেদী ইকবাল, রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মতিয়ার রহমান প্রমুখ।
বক্তারা বলেন, খুলনা নগরির চেয়ে সাতক্ষীরা পৌরসভা পুরাণ। এটি প্রথম শ্রেণির পৌরসভা হওয়ার সত্ত্বেও জনগন তৃতীয় শেনীর সুযোগ সুবিধাও পায়না। অধিকাংশ সময়ে পানি থাকে না মাঝে মাঝে পানি আসলেও ময়লা ভর্তি, মশা নিধনে গত দুই মাসেও নেয়া হয়নি কোন উদ্যোগ, দিনের বেশীরভাগ সময়ে লেগে থাকে জ্যাম, দিন দুপুরে শহরের মদ্ধে মালবাহি ট্রলি চলাচল করে, ড্রেনেজ ব্যাবস্থাও খুবই খারাপ।
এছাড়া বক্তারা প্রাণসায়ের খালসহ সকল নাগরিক সমস্যা নিরসনের জোর দাবি জানানো হয় এই মানববন্ধনে।
Check Also
ট্রাইব্যুনালে আ.লীগ নেতাদের বিচার দেখতে এসে যা বললেন সাঈদী পুত্র
জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ জনকে …