আমি এবং আমার প্রশাসন ন্যায়ের পক্ষে, জনগনের পক্ষে-দেবহাটায় সাতক্ষীরা জেলা প্রশাসক

দেবহাটা অফিস:সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন বলেছেন জেলা প্রশাসকের কার্যালয় জনসাধারনের জন্য উন্মুক্ত। আমি এবং আমার প্রশাসন জনগনের পক্ষে, ন্যায়ের পক্ষে যে কোন সমস্যা এবং সম্ভাবনার জন্য প্রয়োজনে সরাসরি আমার সাথে ফোনালাপ বা ম্যাসেস দিবেন। সাতক্ষীরার মানুষ যেন কোন ধরনের সমস্যায় না ভোগেন এবং পক্ষ পাতিত্বের শিকার না হয় সে বিষয়টি নিশ্চিত করনে আমি এবং আমার প্রশাসন সর্বদা তৎপর। তিনি বলেন আমি ন্যায়ের পক্ষে, আইনের পক্ষে, জন সাধারনের পক্ষে, কোন অবস্থাতেই ব্যক্তি বিশেষের পক্ষে নই। আমাদেরকে আইন মানতে হবে, আইনের প্রতিশ্রদ্ধাশীল হতে হবে। সরকারের জনকল্যানমুখি উন্নয়ন এবং জেলার উন্নয়নের সংশ্লিষ্ট সকলে একাগ্রতা এবং নিষ্ঠার সাথে কাজ করবেন বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন সততা এবং নিষ্ঠার কোন বিকল্প নেই তার প্রশাসনে কোন ধরনের অনিয়ম এবং দূর্ণিতীর সুযোগ নেই প্রাথমিক তথা তার দপ্তরের এবং অধিনস্থদের মাধ্যমে কোন কাজ করার জন্য কোন ধরনের লেনদেন না করার জন্য বলেন তিনি আরও বলেন তার নিয়োগ করা কোন ব্যক্তি বা এজেন্ট নেই বিধায় কারোর সাথে লেনদেন করবেন না। দেবহাটা উপজেলা প্রশাসন আয়োজিত জনপ্রতিনিধি মুক্তিযোদ্ধা সরকারী কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক সহ সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে মত বিনিময় কালে তিনি উপরোক্ত দিক নির্দেশনামুলক বিশ্লেষনধর্মী জ্ঞানগর্ভে নির্ধারনি বক্তব্য রাখেন, মত বিনিময় সভায় উপস্থিত সুধী জনপ্রতিনিধি সহ বিভিন্ন পেশার লোকজনের বক্তব্যের প্রেক্ষিতে তিনি সড়ক সংস্কার, সরকারী খাসজমি উদ্ধার, সাপমারা খাল খনন, জলাবদ্ধতা নিরসন, বালুমহল ইজারা বন্ধ, ইছামতীর ভাংগন রোধ, ন্যাশনাল সার্ভিস, রুপসী ম্যানগ্রোভের উন্নয়ন সহ বহুবিধ বিষয় সম্পর্কে জেলা প্রশাসনের পক্ষ হতে সমাধান সহ সম্ভাবনার বিষয়ে আলোকপাত করেন। উপজেলা নির্বাহী অফিসার হাফিজ আল আসাদের সভাপতিত্বে মত বিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দেবহাটা থানা ওসি কাজি কামাল হোসেন, জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি বাবু মনোরঞ্জন মুখার্জী ওরফে মনি বাবু, আ’লীগ সভাপতি চেয়ারম্যান মুজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, অধ্যক্ষ আবুল কালাম, ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন, আফরোজা পারভীন, ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, চেয়ারম্যান সাইফুল ইসলাম, চেয়ারম্যান আবু বকর গাজী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আবু রায়হান তিতু, ডাঃ আঃ লতিফ, মৎস্য বদরুজ্জামান, প্রাণী সম্পদ ডাঃ বিষ্ণপদ বিশ্বাস, সমাজ সেবা অধীর কুমার গাইন প্রমুখ। মত বিনিময় সভার পূর্বে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও মত বিনিময় সভা শেষে ক্যান্সার আক্রান্ত চারজনকে আর্থিক সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক মোঃ ইফতেখার হোসেন দেবহাটা থানা পরিদর্শন করেন তিনি থানায় পৌছালে ওসি কামাল হোসেন তাকে স্বাগত জানান। মত বিনিময় সভায় উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন নির্বাহী অফিসার হাফিজ আল আসাদ।

Check Also

বিএনপি নেতাকর্মীদের জড়িয়ে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে দেবহাটায় মানববন্ধন

দেবহাটা প্রতিনিধি: স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্যুদের গ্রেফতার এবং বিএনপির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।