শ্যামনগরে কৃষকলীগের নেতা গ্রেপ্তার#জামায়াতকে অর্থ দেয়ার অভিযোগে  কলারোয়ায়ে এক ব্যবসায়ি গ্রেফতার

 শ্যামনগর প্রতিনিধি :শ্যামনগর থানার ওসি তদন্ত শরিফুল ইসলাম আজ বুধবার গভীর রাতে ১ বছর সাজাপ্রাপ্ত আসামী আনিছুর রহমান (৪৭) কে আটক করে জেল হাজতে প্রেরণ করেছেন। তিনি শ্যামনগর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও নকিপুর গ্রামের মৃত আতিয়ার রহমান গাজীর ছেলে। পুলিশ জানায়, যশোর নড়াইল দায়রা জজ আদালতের সিআর ৮৯/১৩ নং মামলার সাজাপ্রাপ্ত আসামী। পুলিশ আরো জানান, তার বিরুদ্ধে একাধিক মামালায় গ্রেফতারি পরয়ানা রয়েছে। এলাকাবাসী জানান, তিনি বহু বিবাহের নায়ক।
এছাড়া উপজেলার মুন্সিগঞ্জ কুলতলি গ্রামের বহু অসহায় মহিলার নিকট থেকে শেলাই মেশিন দেওয়ার নাম করে ও অসহায় কৃষকদের বিভিন্ন সুবিধা দেওয়ার নাম করে অনেক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

এদিকে

জামায়াতকে অর্থ দেয়ার অভিযোগে  কলারোয়ায়ে এক ব্যবসায়ি গ্রেফতার

কলোরায়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় জামায়াতের এক অর্থদাতার অভিযোগে  এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার ২৫ এপ্রিল বেলা ১২টার দিকে উপজেলার ওফাপুর এলাকা থেকে সে গ্রেফতার হয়।গ্রেফতার জাহাঙ্গীর আলম (৫০) ওফাপুর গ্রামের মৃত কাশেম আলী মোড়লের ছেলে।
পুলিশ- কলারোয়া উপজেলার জামাতের দূর্গ ও ক্যান্টনমেন্টখ্যাত গাজনা-ওফাপুর এলাকার  জাহাঙ্গীর আলম জামাত-শিবিরের  সংগঠন চালানোর জন্য মোটা অংকের টাকা অনুদান দিয়ে থাকে। এলাকায় এক নামে সে জামাতের অর্থদাতা হিসেবে পরিচিত।  কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেব নাথ জানান- ‘গোপন সংবাদের ভিত্তিতে নাশকতা মামলার  আসামি ও জামায়াতের অর্থদাতা জাহাঙ্গীরকে থানা পুলিশের একটি টিম গ্রেফতার করেছে। দুপুরে তাকে সাতক্ষীরার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে

Check Also

যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।