নারায়ণগঞ্জে জামায়াত-শিবিরের ৯ নেতাকর্মী আটক

ক্রাইমবার্তা রির্পোটঃ  নারায়ণগঞ্জে নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াত-শিবিরের ৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে শহরের মিশনপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে তাদের নাম-পরিচয় জানায়নি পুলিশ।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) শরফুদ্দিন জানান, শহরের মিশনপাড়া এলাকায় জামায়াত-শিবিরের একটি দল সঙ্গবদ্ধভাবে রাস্তায় অবস্থান করে মিছিলের নামে নাশকতার পরিকল্পনা করছিল- এমন একটি তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করা হয়েছে। তারা বিভিন্ন এলাকা হতে এসে নাশকতার চেষ্টার পরিকল্পনা করছিল। আটকদের নাম ঠিকানা নিয়ে তাদের পরিকল্পনার উদ্দেশ্য কি তা খতিয়ে দেখা হচ্ছে এবং আটকদের যাচাই-বাছাই করে বিস্তারিত তথ্য জানানো হবে বলে তিনি জানান।

Check Also

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কম্বল বিতরণ

গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মধ্যে কর্কশিট ও ২০০ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।