ক্রাইমবার্তা ডেস্করিপোট: রাজধানীতে ডিবি পশ্চিম শাখার হেফাজতে আটককৃত আসলাম (৪৫) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
রোববার সকাল সাড়ে ৮টায় সে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে সকাল সাড়ে ১০টার দিকে তাকে ঢামেকের ২১৯ নম্বর ওয়ার্ডের সার্জারি বিভাগে ভর্তি করা হয়। সেখানে সন্ধ্যা পৌনে ৬টার দিকে মারা যান তিনি।
নিহতের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি। তাকে ঢামেকে ভর্তি করেছেন ডিবি পুলিশের ইন্সপেক্টর মাহবুব। তবে আসলামকে আটকের বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি তিনি।
হাসপাতাল সূত্র জানিয়েছে, আসলাম মারা যাওয়ার পর ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে যাওয়ার চেষ্টা করে ডিবি। নিহতের শরীরে একাধিক কালো দাগ রয়েছে।