ক্সপ্রেস ট্রিবিউন : মুসলিম দেশগুলো থেকে মার্কিন রাষ্ট্রদূতদের বহিষ্কারের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের জামায়াতে ইসলামির আমির সিরাজুল হক। লাহোরে এক প্রতিবাদ সমাবেশে তিনি এ আহ্বান জানান। গাজায় ইসরাইলি গণহত্যার নিন্দা জানিয়ে তিনি বলেন, গাজা ও পশ্চিম তীরে ইসরাইলি অপরাধযজ্ঞের বিষয়ে শুধু নিন্দা ও ক্ষোভ প্রকাশ করলেই হবে না বরং ফিলিস্তিনিদের মুক্তির বিষয়ে কার্যকরি রোডম্যাপ প্রণয়ন করতে হবে। তিনি ফিলিস্তিনিদের দৃঢ় অবস্থানের প্রতি জোরালো সমর্থন দিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসির প্রতি আহ্বান জানান।
পাকিস্তান জামায়াতের আমির বলেন, জাতিসঙ্ঘ এখন আমেরিকার গোলামে পরিণত হয়েছে। সংস্থাটি ইহুদিবাদীদের স্বার্থ নিশ্চিত করাকেই কেবল নিজের দায়িত্ব বলে মনে করছে। সিরাজুল হক বলেন, ইসরাইল যাতে পবিত্র বায়তুল মুকাদ্দাসকে পুরোপুরি দখলে নিতে পারে সে লক্ষ্যেই আমেরিকা সেখানে দূতাবাস স্থানান্তর করেছে। মুসলমানরা এ বিষয়ে কঠোর না হলে মক্কা ও মদিনার মতো পবিত্র স্থানগুলোও ইহুদিবাদীরা দখল করবে বলে তিনি সতর্ক করেন।