প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়,তারা সমাজের সম্পদ : সাতক্ষীরা জেলা প্রশাসক

ক্রাইমবার্তা ডেস্করিপোট:জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন বলেন, ‘প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তাদের সঠিক প্রশিক্ষণ দিতে পারলে তারাও প্রতিযোগিতায় সেরা হতে পারে। প্রতিবন্ধীরা আমাদেরই সন্তান। তাদের কল্যাণে আমাদেরকেই কাজ করতে হবে। প্রতিবন্ধী শিশুদের পাশে সমাজের বৃত্তবানদের দাঁড়াতে হবে। খুব শিগগিরই সাতক্ষীরায় নিজস্ব ভবনে প্রতিবন্ধী বিদ্যালয়টি নির্মাণ করা হবে। শিশুদের মেধা-মনন ও দক্ষতা বিকাশে বৃত্তবানদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান তিনি। জেলা প্রশাসক আরো বলেন, ‘বর্তমান সরকার প্রতিবন্ধীবান্ধব সরকার। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ রয়েছে। তিনি মায়ের মমতায়, প্রতিবন্ধীদের বিশেষ করে নারী-বালিকা প্রতিবন্ধীদের ক্ষমতায়নের জন্য কাজ করছেন। আমাদের দায়িত্ব হবে এই কাজে সবাই মিলে একত্রে এগিয়ে যাওয়া। আগামী নভেম্বর সাতক্ষীরা জেলার মাটিতে প্রতিবন্ধীদের বিভাগীয় পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে। তোমাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’
শনিবার (২জুন) সকালে সুইড খাতিমুন্নেছা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষাথীদের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে নতুন পোষাক বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন এসব কথা বলেন।সুইড খাতিমুন্নেছা বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার মিজানুর রহমান, প্রতিবন্ধী সেবা কেন্দ্রর কনসালটেন্ট ডা. এসএম হাবিবুর রহমান, রিয়াজুল জান্নাত ক্যাডেট মাদরাসার পরিচালক শহিদুল ইসলাম, অভিভাবক মুর্শিদ হোসেন,সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ এমদাদুল হক,সাতক্ষীরার প্রবীণ সাংবাদিক ও আইনজীবী এ্যাড. এ কে এম শহীদুল্লাহ, সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের সহ সম্পাদক আব্দুর রহমান প্রমুখ।উল্লেখ্য, বিগ্রেডিয়ার জেনারেল মোস্তফা কামাল লস্কারের আর্থিক সহায়তায় ৮৮জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নতুন পোষাক প্রদান করা হয়। নতুন পোষাক পেয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীরা আনন্দে-উৎসবে মেতে ওঠে। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন ও সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা তাদের সার্বিক বিষয়ে সার্বক্ষণিক খোঁজ খবর রাখার আশ^াস প্রদান করেন।

সাতক্ষীরায় ঈদুল ফিতর উপলক্ষে বুদ্ধিপ্রতিবন্ধি ও অটিজম ছাত্রছাত্রীদের মাঝে পোশাক সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে সুইড খাতিমুনেচ্ছা হানিফ লস্কার বুদ্ধিপ্রতিবন্ধি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে উক্ত পোশাক সামগ্রী বিতরণ করা হয়।
প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে উক্ত পোশাক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট্য সমাজ সেবক আলহাজ্ব আবুল কালাম বাবলা, এ্যাড: শহিদুল্লাহ, উপজেলা সমাজ সেবার প্রফেশনাল কর্মকর্তা মিজানুর রহমান, অধ্যক্ষ এমদাদুল হক প্রমুখ।
প্রধান অতিথি এ সময় বলেন, প্রতিবন্ধিরা সমাজের বোঝা নয়। তাদের সঠিক গড়ে তোলা আমাদের সকলের দায়িত্ব। সঠিক ভাবে গড়ে তুলতে পারলে তারা সম্পদে পরিণত হবে।
উক্ত অনুষ্ঠান থেকে ৯৩ জন বুদ্ধিপ্রতিবন্ধি ও অটিজম ছাত্রছাত্রীদের মঝে ঈদ-উল-ফিতর উপলক্ষে নতুন পোশাক বিতরণ করা হয়।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।