নিজস্ব প্রতিনিধি:
সড়ক পরিবহণ সেক্টরের শৃংখলা ও সড়কের নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে জেলা প্রশাসন সাতক্ষীরা, পুলিশ বিভাগ ও বিআরটিএ’র সাতক্ষীরা সার্কেলের সমন্বয়ে অভিযান পরিচালিত হয়েছে। শহরের লাবসা এলাকায় রোববার সকাল ১০ টা থেকে শুরু হয় এ অভিযান।
সাতক্ষীরা বিআরটিএ’র উপ পরিচালক তানভীর আহম্মেদ চৌধুরী জানান, মোটরযান আইন ১৯৮৩ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয় পাশাপাশি চালক, যাত্রী ও পথচারীদের উদ্দ্যেশ্যে সচেতনতা বৃদ্ধিমুলক পরামর্শ প্রদান করা হচ্ছে। এ সময় মোটরযান আইন ১৯৮৩ এর বিভিন্ন ধারা ভঙ্গের অভিযোগে বিভিন্ন যানবাহন মালিককে ৫টি মামলা দেয়া হয় তাছাড়া জরিমানা করা হয়েছে ৭ হাজার টাকা। অভিযান অব্যাহত থাকবে।