ক্রাইমবার্তা ডেস্করিপোট;আফগানিস্তানের চেয়ে বাংলাদেশের ক্রিকেট ইতিহাস বেশ সমৃদ্ধ। যুদ্ধবিধ্বস্ত দেশটির বহু আগে থেকেই এখানে ক্রিকেট চর্চা হয়। রেকর্ড-পরিসংখ্যানেও বেশ এগিয়ে। তবে দেরাদুনে চলমান টি-টোয়েন্টি সিরিজে এর বিন্দুমাত্র আলোকচ্ছটা স্ফূরিত হচ্ছে না।
প্রথম ম্যাচে ন্যক্কারজনক হারের পর ভক্ত-সমর্থকরা আশা করেছিলেন দ্বিতীয়টিতে ঘুরে দাঁড়াবেন টাইগাররা। কিন্তু আশায় গুড়েবালি। আবারও তাদের নিরাশ করলেন তারা। এ ম্যাচেও নাকানিচুবানি খেয়ে হেরে গেছেন সফরকারীরা।
এতে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। এখন ক্রিকেটের নব শক্তির কাছে ধবলধোলাই হওয়ার শংকা।
বিষয়টি মোটেও মেনে নিতে পারছেন না দেশের ক্রিকেটামোদীরা। ভারত সফরে দলের এমন দুর্দশার জন্য পরোক্ষভাবে সাকিব আল হাসানকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন তারা। সেই সুরই যেন ফুটে উঠল ক্রিকেটরসিক ফারহান সাহেবের ফেসবুক পেজে।
প্রস্তুতি ম্যাচ শুরু হতে বিলম্ব হলে অংকুর মাহমুদ ফিচারিং আরমান আলিফের গান ‘অপরাধী’ নিয়ে মেতে উঠেছিলেন বাংলাদেশ ক্রিকেটাররা। ওই সময় তারা মেয়েদের দিকে তীর ছুড়েছিলেন। যার নেতৃত্বে ছিলেন সাকিব। এবার যেন সহস্র ক্রিকেটপ্রেমীর হয়ে তাকে সেই তীরই ফিরিয়ে দিলেন ফারহান। ছন্দে ছন্দে টি-টোয়েন্টি অধিনায়ককে করলেন বিদ্ধ-
ও সাকিব্বা সাকিব্বা তুই অপরাধীরে
দেশের দেয়া এতকিছু দে ফিরাইয়া দে
দেশের আবেগ নিয়া খেলা করার অধিকার দিলো কে
সাকিব তুই বড় অপরাধী তোর ক্ষমা নাই রে।
একটা সময় তোরে দেশের রত্ন ভাবিতাম
তোর বিশ্বসেরা উপাধিতে গর্বিত হইতাম
তোর হাসিটারে অনেক সরল হাসি ভাবিতাম
তুই খেলায় হারলে আমরা অনেক কষ্ট পাইতাম।
ওরে অভিনয়ে মুগ্ধ হয়ে নেতা করলাম ভাই
এখন তোর মনেতে রাজনীতি, ক্রিকেটটা আর নাই
তোরে আদর কইরা ছাইড়া দিলাম টাকা কামাইতে
এখন সে টাকা দিয়ারে তুই নেতা হবি রে।
ও সাকিব্বা সাকিব্বা তুই অপরাধীরে
দেশের দেয়া এতকিছু দে ফিরাইয়া দে
দেশেরর আবেগ নিয়া খেলা করার অধিকার দিলো কে
সাকিব তুই বড় অপরাধী তোর ক্ষমা নাই রে।
তোর জন্য টিকেট কিনা খেলা দেখিতাম
আমার কষ্ট করা আয়ের টাকায় স্টেডিয়াম যাইতাম
রাইতের পর রাইত জাগিয়া খেলা দেখিতাম
আবার মধ্যরাতে মিছিল কইরা টিএসসি যাইতাম।
ওরে নিদহাস ট্রফি হারার পরেও মাইনা নিছিরে
আফগানরা জিতল তোর ভুলের কারণে
দেশের সকল মানুষ হতাশ হইয়া একসুরেতে কয়
তোর টার্গেট এখন এমপি হওয়া, ক্রিকেটটা আর নয়।
ও সাকিব্বা সাকিব্বা তুই অপরাধীরে
দেশের দেয়া এতকিছু দে ফিরাইয়া দে
দেশেরর আবেগ নিয়া খেলা করার অধিকার দিলো কে
সাকিব তুই বড় অপরাধী তোর ক্ষমা নাই রে।
ব্যঙ্গ রসাত্মক গানটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।