আককাজ : সাতক্ষীরায় পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে অসহায় দঃুস্থ্য মানুষের মাঝে ভিজিএফ’র চাউল বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে সদরের আলিপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্বরে আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ চাউল বিতরণ করেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন,‘জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল ফিতরে যেন অসহায় মানুষ কষ্ট না পায়। সেজন্য দুই ঈদে বিজিএফ’র চাউল সহায়তা দিয়ে থাকেন। গত ঈদের থেকে এবার বেশি মানুষের জন্য এ সহায়তার ব্যবস্থা করেছেন।’ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম ও আলিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাহারুল ইসলাম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ মো. মিজানুর রহমান, ইউপি সদস্য আনিছুর রহমান, মফিজুল ইসলাম, মহিলা ইউপি সদস্য সলুদা খাতুন ও সোনাভান খাতুন প্রমুখ। এসময় পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে আলিপুর ইউনিয়নে অসহায় দুঃস্থ্য মানুষের মাঝে ৩ হাজার ১৩ জনকে ১০ কেজি করে ভিজিএফ’র চাউল বিতরণ করা হয়। আলিপুর ইউনিয়নে ৩০.১৩০ মে. টন ভিজিএফ’র চাউল বিতরণ করা হবে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আলিপুর ইউনিয়ন পরিষদের সচিব কাঞ্চন কুমরি দে।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …