রফিকুল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধি :
আজ দুপুর ২.৩০ মিনিটে সাতক্ষীরা জেলার তালা থানার নওয়াপাড়া বাজারে প্রায় দুই শতাধিক শ্রমিক নিয়ে সংবর্ধনা অনুষ্ঠান ও পরিচিতি সভা আয়োজন করেন, সাতক্ষীরা ও যশোর জেলার শ্রমিক কল্যান সমিতির শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। উক্ত আলোচনা সভায় কোরান পাঠ করেন মোঃ আজিজুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদস্য মোঃ হামিদুল ইসলাম (সাতক্ষীরা মটর শ্রমিক ইউনিয়ন)। সভায় গুরুত্বপূর্ন আলোচনা করেন- সাধারণ সম্পাদক মোর্তজা সাহেব, তিনি বলেন শ্রমিকদের ন্যায্য দাবী ও অধিকার আমাদের অঙ্গীকার, আমরা এক ছাতার তলে আছি এবং থাকব, শ্রমিকদের মধ্যে ঐক্য, শান্তি, শৃঙ্খলা বজায় রাখা তাদের অকাল মৃত্যু ও ক্ষতি সাধান হলে আর্থিক সহযোগিতা করা এবং জেলা কমিটির সাথে সু-সম্পর্ক বজায় রাখার কথা বিশেষভাবে উল্লেখ করেন। এছাড়াও ধারাবাহিকভাবে আলোচনা করেন সহসভাপতি মোঃ রবিউল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম (যশোর), সাধারণ সম্পাদক মোঃ জাহিদুর রহমান, সহসভাপতি মোঃ তৌহিদুর রহমান, মোঃ হাসান আলী, সাংগাঠনিক সম্পাদক মিলণ হোসেন, যুগ্ম সম্পাদক মিন্টু, পরিচালক শহিদুল ইসলাম (সাতক্ষীরা) উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ নুরু ইসলাম মোড়ল, সঞ্চালনায় মোঃ জাহাঙ্গীর আলম, সার্বিক তত্ববধানে ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ ছাত্তার মোড়ল, বিএনপি ওয়ার্ড সভাপতি মোঃ আব্দুল মতিন, মিনারুল ও আসলাম।
Check Also
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …