ক্রাইমবার্তা রিপোট: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৮৫ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন বেলুচিস্তান আওয়ামী পার্টির (বিএপি) প্রার্থী নওয়াবজাদা সিরাজ রাইসানি। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। খবর ডনের।
ডনে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, বেলুচিস্তানের মাসটাং জেলায় শুক্রবার সন্ধ্যায় বেলুচিস্তান আওয়ামী পার্টির (বিএপি) নির্বাচনী প্রচারণায় বিস্ফোরণ ঘটানো হয়। এতে পিবি-৩৫ আসনের প্রার্থী ও বিএপির নেতা নওয়াবজাদা সিরাজ বাইসানিসহ অন্তত ৮৫ জন নিহত হয়েছেন। ১৫০ জনের বেশি আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক। তাৎক্ষণিকভাবে কেউ এই হামলার দায় স্বীকার করেনি।
বিএপি প্রার্থী নওয়াবজাদা সিরাজ রাইসানির জনসভা লক্ষ্য করেই এ হামলা চালানো হয়। নওয়াবজাদা সিরাজ বেলুচিস্তানের সাবেক মুখ্যমন্ত্রী নওয়াব আসলাম রাইসানির ছোট ভাই। নির্বাচনী সহিংসতার অংশ হিসেবে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে সকালে বান্নুতে খাইবার পখতুনের সাবেক মুখ্যমন্ত্রী আকরাম খান দুররানির বহরে হামলা চালানো হয়। এ হামলায় আকরাম খান বেঁচে গেলেও চারজন নিহত হন। আহত হন আরো ৩২ জন।