ক্রাইমবার্তা রিপোটঃ কক্সবাজারের উখিয়ায় বাঁশ বোঝাই ট্রাক উল্টে সিএনজি ও টমটমকে চাপা দিলে ঘটনাস্থলেই নারী ও শিশুসহ চারজন নিহত হয়ছেন। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।
তাৎক্ষণিকভাবে নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি কক্সবাজারে ‘মুক্তি’এনজিওতে কর্মরত রুজিনা আক্তার (রুজি)। অন্যদের পরিচয় জানা সম্ভব হয়নি।
আজ সোমবার সকাল ৯টায় বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সড়কের প্রবেশ মুখে এই দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও দমকল বাহিনী এবং স্থানীয়দের সহযোগিতায় ট্রাকের নিচে চাপা পড়া ২০ জনকে উদ্ধার করে। পরে তাদেরকে স্থানীয় রেড ক্রিসেন্ট হাসপাতালে নেয়া হলে ডাক্তাররা শিশু নারীসহ চারজনকে মৃত ঘোষণা করেন। লাশগুলো হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নিকারুজ্জামান চৌধুরী ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নিয়েছেন। তিনি চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।