তালা সদরে পরিষদে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরন

আকবর হোসেন,তালা: তালায় ২৪ জুলাই মঙ্গলবার সকালে ২০১৭-১৮ অর্থ বছরের এলজিএসপি(৩) দক্ষতা ভিত্তিক পুরুস্কার বাজেটের অর্থে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ হলরুমে ৭ জন প্রতিবন্ধীর মধ্যে এই হুইল চেয়ার বিতরণ করা হয়।

তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন-এর সভাপতিত্বে উক্ত হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) সংসদ সদস্য এ্যড. মুস্তফা লুৎফুল্লাহ। তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন, তালা থানা অফিসার ইনচার্জ মেহেদী রাসেল, তালা প্রেসক্লাবের সভাপতি ও জেলা আ’লীগের উপ-প্রচার সম্পাদক প্রণব ঘোষ বাবলু, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ মহিবউল্লাহ মোড়ল প্রমুখ। এসময় সদর ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।