তালায় সংসদ সদস্য কর্তৃক  নগদ অর্থ ও ঢেউটিন বিতরন

আকবর হোসেন,তালা:তালায় ২০১৭-১৮ অর্থ বৎসরে দূর্যোগ পরিস্থিতি মোকাবেলা ও ক্ষতিগ্রস্থদের পূর্ণবাসনের লক্ষ্যে বরাদ্ধকৃত ৮৬ বান ঢেউটিন ও গৃহ নির্মাণ ব্যয় বাবদ অর্থ প্রদান করা হয়েছে । প্রতি বান টিনের অনুকুলে ৩ হাজার টাকা প্রদান করা হয়েছে ।

তালা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) সংসদ সদস্য এ্যড. মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, , তালা থানা অফিসার ইনচার্জ মেহেদী রাসেল, তালা প্রেসক্লাবের সভাপতি ও জেলা আ’লীগের উপ-প্রচার সম্পাদক প্রণব ঘোষ বাবলু, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ মহিবউল্লাহ মোড়ল,তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান সরদার জাকির হোসেন প্রমুখ । এ সময় ৪১ জনের মাঝে ৮৬ বান ঢেউটিন ও টাকা এবং ১৯ জনের মধ্যে শুধুমাত্র ঢেউটিন বিতরন করা হয় । তাহাছাড়া বিভিন্ন কারনে অনুদান প্রদান করা হয় ।

Check Also

অন্তর্বর্তীকালীন সরকারই তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে : অ্যাটর্নি জেনারেল

র্তমান অন্তর্বর্তীকালীন সরকারই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে বলে অভিমত ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।