আকবর হোসেন,তালা: তালায় ৩১ জুলাই গতকাল মঙ্গলবার দুপুরে ধান-চাল বাজার জাত করণে চটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহারের অপরাধে ৩ মিল মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তালা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাজিয়া আফরীন ভ্রাম্যমান আদালতে এ আদেশ প্রদান করেন।
জানা যায়, মঙ্গলবার দুপুরে তালা উপজেলা নির্বাহী আফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাজিয়া আফরীন তালা মেলা বাজারের রাইস মিল মালিক খন্দকার মোজায়েম হোসেন রজ্ঞু, গাজী শফিকুল ইসলাম ও কাজী গাউসুল হক মারুফ এর চাউল মিলে উপস্থিত হয়ে চটের বস্তার পরিবর্তে প্লাস্টিক ব্স্তা ব্যবহারের অপরাধে প্রত্যেককে ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা প্রদান করেন।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।
Check Also
আশাশুনির প্রতাপনগরে ৫ আগস্ট বন্দুকের গুলিতে নিহত ৩ শহীদের অভিভাবকদের সংবাদ সম্মেলন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। গত ৫ আগষ্ট-২০২৪ আশাশুনি উপজেলার প্রতাপনগরে আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান …