ক্রাইমবার্তা রিপোট: গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর গুলিতে এক স্বেচ্ছাসেবী প্যারামেডিকসহ দুইজন নিহত ও কয়েকশ ফিলিস্তিনি আহত হয়েছেন।
গত চার মাস ধরে নিজেদের বসতবাড়িতে ফেরার অধিকার দাবিতে বিক্ষোভ করছেন ফিলিস্তিনিরা। ১৯৪৭ সালে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা করতে লাখ লাখ আরবকে তাদের বসতবাড়ি থেকে তাড়িয়ে দেয়া হয়েছিল।
নিজ মাতৃভূমি থেকে উচ্ছেদ হওয়ার পর পার্শ্ববর্তী আরব দেশ, পশ্চিম তীর ও গাজা উপত্যকায় শরণার্থীর জীবন যাপন করছেন তারা।
শুক্রবার ইসরাইলি সীমান্ত বরাবর বিক্ষোভে উত্তর গাজায় ২৬ বছর বয়সী প্যারামেডিক আব্দুল্লাহ আল কাতাতি ও ৫৫ বছর বয়সী সাঈদ আলাওল নিহত হন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কিদরা এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আহত ১৭৬জনকে ঘটনাস্থলেই চিকিৎসা দেয়া হয়েছে। আর ১৩১জনকে নেয়া হয়েছে হাসপাতালে। ইসরাইলি সেনাবাহিনী ড্রোন ব্যবহার করে কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে।
আশরাফ আল কিদরা বলেন, আসছে দিনগুলো আরো কঠিন হবে। এখানে উত্তেজনা ও আতঙ্ক চলছে। অন্য দিক থেকে উসকানি দেয়া হলেই আবারও সহিংসতা শুরু হবে।
গত ৩০ মে থেকে শুরু হওয়া এ বিক্ষোভে ১৬২জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ হাজারেরও বেশি।