ক্রাইমবার্তা রিপোট: আশ্রয় ফাউন্ডেশন-এর সহযোগিতায়, দাতা সংস্থা অক্সফাম এর অর্থায়নে এবং কোষ্টাল ডিভেলমেন্ট অর্গানাইজেশন ফর উইমেন (সিডো) এর আয়োজনে এমপাওয়ারিং লোকাল এন্ড ন্যাশনাল হিউম্যানিটেরিয়ান এ্যাক্টরস্ (এলনা) প্রকল্পের আওতায় সাতক্ষীরায় দুর্যোগে দ্রুত সাড়া প্রদানে মানব সম্পদ নীতিমালা রিভিউ / আপডেট করার উপর বৃহস্পতিবার (১৭ আগষ্ট ২০১৮) কর্মশালা সমাপ্ত হয়েছে। সাতক্ষীরা প্রেসক্লাবের শহীদ স.ম আলাউদ্দীন মিলনায়তনে অনষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ^াস। প্রধান অতিধি হিসেবে কর্মশালা উদ্বোধন করেন আশ্রয় ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মমতাজ খাতুন। এলনা প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান ও প্রকল্প কর্মকর্তা শেখ হুমায়ুন কবির।
কর্মশালায় অংশগ্রহন করেন ক্রিসেন্ট সংস্থার নির্বাহী পরিচালক আবু বক্কর সিদ্দিকী, চুপড়িয়া মহিলা সংস্থার নির্বাহী পরিচালক মরিয়ম মান্নান, বড়কুপট গণচেতনা ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক শিবু প্রসাদ বৈদ্য, আরা সংস্থার নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদ, নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক গুলশানারা ও সুশিলন, আরা, মুক্তি ফাউন্ডেশন সহ সকল প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মীরা।
কর্মশালা শেষে সকল অংশগ্রহনকারীরা প্রতিষ্ঠানের মানব সম্পদ নীতিমালার বিভিন্ন দিক সম্পর্কে অবগত হন।
Check Also
যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …