ক্রাইমবার্তা ডেক্সটপ রিপোর্ট; সাতক্ষীরা -যশোর মহাসড়কের ( সাতক্ষীরা সদর উপজেলার ) তুজুলপুর এলাকায় ইঞ্জিনভ্যান ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে কে লাইন পরিবহনের হেলপার শাহাদাত গাজী (৫০) নিহত হয়েছেন।
শুক্রবার সকাল ১১ টার দিকে দূর্ঘটনার আহত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য শাহাদাতকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বেলা তিনটার দিকে চুকনগর এলাকায় তিনি মারা যান।
নিহত শাহাদত গাজী সদর উপজেলার তুজুলপুর গ্রামের মৃত আজিজার রহমান গাজীর ছেলে ও ঢাকাগামী কে লাইন পরিবহনের হেলপার।
নিহতের নিকট আত্মীয় শুভ জানান, সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে ইঞ্জিনভ্যান যোগে ঝাউডাঙ্গা বাজারে যাচ্ছিছলেন। পথিমধ্যে তুজুলপুর এলাকায় পৌঁছালে ইঞ্জিনভ্যান-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শাহাদাত গাজী গুরুতর আহত হন। শাহাদাত ওই ইঞ্জিনভ্যানের যাত্রি ছিলেন। তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে রেফার্ড করে দেয়। সেখানে নেওয়ার পথে চুকনগর এলাকায় পৌঁছালে তিনি মারা যান।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যাতা নিশ্চিত করেছেন।
Check Also
সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ডের উদ্যোগে সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামি সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ড (রাজারবাগান ও সরকারপাড়া ইউনিট) এর উদ্যোগে …