সাতক্ষীরায় ঈদুল আজহা উৎযাপনে ব্যাপক প্রস্তুতি: প্রস্তুত পশু ও ঈদগা ময়দান: জেনে নিন কখন ঈদের কোথায় জামায়াত

আবু সাইদ বিশ্বাসঃ  ক্রাইমবার্তা রিপোর্ট: সাতক্ষীরা: ঈদের আর মাত্র বাকি দুই দিন।  সর্বত্র চলছে  ঈদের আমেজ । পশু কেনা কাটা শেষ পর্যায়।  তাই চলছে ঈদ মাঠের শেষ প্রস্তুতি। জেলার ঈদগা ময়দান সমূহ নামাজের জন্য প্রস্তুত রাখা হয়েছে। ঈদের দিন বৃষ্টি হওয়ার সম্ভবনা থাকায় মসজিদ গুলো ঈদ নামাজের জন্য প্রস্তুত রখা হয়েছে। জেলার ১৬ লক্ষাধীক ধর্মপ্রাণ মুসলমান পবিত্র ঈদুল ফিতর উৎসবে মেতে উঠবে।
প্রধান প্রধান সড়কসহ ঈদগা ময়দানের প্রধান ফটকে তোরণ নির্মাণ করা হয়েছে। রাজনৈতিক ব্যক্তিবর্গ ঈদ শুভেচ্ছা জানিয়ে ঈদ কার্ড বিতরণ, দেওয়ালে পোষ্টার সাটানো সহ ভোটারদের মণ আকৃষ্ট করতে নানা মুখি উদ্যোগ গ্রহণ করেছে। গরীব ,অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। যদিও না পাওয়ারও অভিযোগ রয়েছে অনেকের। নির্বিগ্নে ঈদ উৎযাপন করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নানা মুখি উদ্যোগ গ্রহণ করার কথা জানিয়েছে। সাতক্ষীরা আবহাওয়া অফিস বলছে চলতি সম্পাহ ব্যাপি মাঝারি পর্যায়ে বৃষ্টি পাত হতে পারে। সকাল ১১টা পর বৃষ্টিপাতের সম্ভবনা বেশি বলেও আবহাওয়াবিদ জানান।তবে অনেকে ঈদগা মাঠে বৃষ্টি রোধে বিকল্প ব্যবস্থা করা হয়েছে।
সব মিলিয়ে ঈদের দিন বৃষ্টি না হলে আনন্দের বন্যায় ভাসবে জেলা বাসি।
সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, সরকারি কলেজ মসজিদ ঈদগাহ ময়দান, সাতক্ষীরা আলিয়া মাদরাসা ,সাতক্ষীরা পাওয়ার হাউজ জামে মসজিদ,মধ্যকাটিয়া মুছা মসজিদ,আল মদিনা জামে মসজিদ , মাছখোলা মধ্যপাড়া জামে মসজিদ,সাতক্ষীরা থানা মসজিদ ,লস্কারপাড়া ঈদগাহ ময়দান , পুরতান সাতক্ষীরা বদ্দীপুর কলোনী আল আমান জামে মসজিদ, রাজার বাগান দারুস সালাম জামে মসজিদ , কামালনগর ঈদগাহ ময়দান, জমঈয়তে আহলেহাদীস পিএন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গন,সদর থানা জামে মসজিদ সহ বিভিন্ন মসজিদে ঈদের নামাযের সময়সূচিও নির্ধারণ করা হযেছে। কয়েক জন ইমামের সাথে কথা বলে এমন তথ্য জানা গেছে

সারা বিশ্বের মত সাতক্ষীরাতেও পবিত্র ঈদুল আজহা অনাবিল আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে উদ্যাপিত হবে বলে সংশ্লিষ্টদের ধারণা। ঈদ মুসলিম উম্মাহর জাতীয় উতৎসব। দিনটি প্রতিটা মুসলমান নারী ও পুরুষের জীবনে অশেষ তাৎপর্র্য ও মহিমায় অনন্য। ঈদুল আজহা প্রতি বছর ধরণীতে এক অনন্য-বৈভব বিলাতে ফিরে আসে।রেডিও-টিভি ও পাড়া-মহল্লার মসজিদের মাইকে ঘোষিত হবে খুশির বার্তা ‘ঈদ মোবারক’। সেইসঙ্গে চারদিকে শোনা যাবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত রোজার ঈদের গান :  এলো খুশীর ঈদ/ তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ’…।

বছরজুড়ে নানা প্রতিকূলতা, দুঃখ-কষ্ট, বেদনা সব ভুলে এ ঈদেও দিনেই মানুষ মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিলিত হয়। তাদের আশা পেছনের সব গ্লানি বিস্মৃতি হবে এ দিনে। ঈদগাহে কোলাকুলি সৌহার্দ্য, সম্প্রীতি, ভালোবাসার বন্ধনে সবাইকে নতুন করে আবদ্ধ করবে। এ দিন সাধ্যমতো নতুন পোশাকে আনন্দের আবির মেখে পথে নামে মানুষ। এর-ওর বাসায় দাওয়াত খাওয়া ও আড্ডা দেওয়ার ধুম পড়ে যায়। ঈদ এমন এক নির্মল আনন্দের আয়োজন, যেখানে মানুষ আত্মশুদ্ধির আনন্দে পরস্পরের মেলবন্ধনে ঐক্যবদ্ধ হয় এবং আনন্দ সমভাগাভাগি করে।

ঈদের দিনে ধনী-গরিব, বাদশা-ফকির, মালিক-শ্রমিক নির্বিশেষে সব মুসলমান এক কাতারে ঈদের নামাজ আদায় ও একে অপরের সঙ্গে কোলাকুলি করে সাম্যের জয়ধ্বনি করেন। হাদিস শরিফে বর্ণিত আছে, ‘যারা ঈদের নামাজ আদায় করার জন্য ময়দানে একত্রিত হয়, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে ফেরেশতাদের জিজ্ঞাসা করেন, যারা স্বেচ্ছায় দায়িত্ব পালন করে আজ এখানে উপস্থিত হয়েছে তাদের কী প্রতিদান দেওয়া উচিত? ফেরেশতারা বলেন, তাদের পুণ্যময় কাজের সম্পূর্ণ পারিশ্রমিক দেওয়া উচিত। তখন আল্লাহ তাআলা তাঁর মর্যাদার শপথ করে বলেন, অবশ্যই তিনি তাদের প্রার্থনা কবুল করবেন। এরপর আল্লাহ তাআলা ঈদের নামাজ সমাপনকারী তাঁর নেক বান্দাদের উদ্দেশে ঘোষণা করেন, আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি। আর তোমাদের কৃত অতীত পাপকে পুণ্যে পরিণত করে দিয়েছি।’
নবী করিম (স.) ইরশাদ করেছেন, ‘‘ঈদুল আজহার দিন ফেরেশতারা রাস্তার মুখে মুখে দাঁড়িয়ে চিৎকার করে বলতে থাকেন হে মুসলিম! নেককাজের ক্ষমতাদাতা ও সওয়াবের আধিক্যদাতা আল্লাহর কাছে অতি শিগগির চলো। তোমাদেরকে রাতে ইবাদত করার হুকুম করা হয়েছিল, তোমরা তা করেছ, তোমরা তোমাদের সৃষ্টিকর্তাকে খাইয়েছ,আজ তার পুরস্কার গ্রহণ করো। অতঃপর মুসলমানরা যখন ঈদের নামাজ পড়ে তখন একজন ফেরেশতা উচ্চৈঃস্বরে ঘোষণা করেন তোমাদেরকে তোমাদের সৃষ্টিকর্তা ক্ষমা করে দিয়েছেন। এখন তোমরা তোমাদের পুণ্যময় দেহ-মন নিয়ে নিজ নিজ গৃহে প্রত্যাবর্তন করো। এদিনটি পুরস্কারের দিন, আকাশে এই দিবসের নাম ‘উপহার দিবস’ নামে নামকরণ করা হয়েছে।’’ (তাবারানী)

এদিকে জেলার বিভিন্ন স্থানের ইদের জামাতের  সময় সূচি ঘোষণা করা হয়েছে।
সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদ-উল-আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। একইভাবে কেন্দ্রীয় ঈদগাহ পার্শ্ববর্তী একাডেমি মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জেলাব্যাপী ঈদের জামাতের সময়সূচির সারসংক্ষেপ-

সাতক্ষীরা সদর: সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা মাঠে সকাল ৮টা, সুলতানপুর ক্লাব মাঠে সকাল ৮টা, সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আহলে হাদিসের জামাত সকাল ৭টা ১৫ মিনিট, সাতক্ষীরা পাওয়ার হাউজ জামে মসজিদে সকাল সাড়ে ৭টা, সাতক্ষীরা কালেক্টরেট জামে মসজিদে সকাল ৭টা, বাঁকাল শেখপাড়া ঈদগাহে সকাল সাড়ে ৮টা, সাতক্ষীরা স্টেডিয়ামে সকাল ৭টা ৪৫ মিনিট, লাবসা মুন্সিপাড়া ঈদগাহ মাঠে সকাল ৮টা, সাতক্ষীরা সুলতানপুর দক্ষিণপাড়া বাইতুল্লাহ জামে মসজিদে সকাল ৭টা ৪৫ মিনিট, মোসলেমা কিন্ডারগার্ডেন মাঠে সকাল ৮টা, থানাঘাটা আমিনিয়া ঈদগাহে সকাল সাড়ে ৮টা, ঘোনা নতুন ঈদগাহ ময়দান সকাল সাড়ে ৭টা, ঘোনা কাজীতলা ঈদগাহে সকাল ৮টা, ছনকাহ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৮টা, ভাড়–খালী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৭টা, ঘোনা কাথন্ডা ঈদগাহে সকাল সাড়ে ৭টা, খলিল নগর ঈদগাহে সকাল সাড়ে ৭টা, বৈকারি মাঝেরপাড়া ঈদগাহে সকাল ৭টা ১৫ মিনিট, ছয়ঘরিয়া ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টা, মৃগিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ঈদগাহে সকাল সাড়ে ৭টা, কুশখালী উজির বাগান ঈদগাহ সকাল সাড়ে ৭টা, বৈকারি শাহী মসজিদ সকাল সাড়ে ৭টা, কাথন্ডা কান্তি পাড়া ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৭টা, দক্ষিণ ফিংড়ি শেখপাড়া ঈদগাহ ময়দানে সকাল ৮টা, মাগুরা দক্ষিণ পাড়া ঈদগাহ মাঠ সকাল সাড়ে ৭টা, মাদরসাতুছ ছহাবাহ (রযিঃ) মসজিদে সকাল সাড়ে ৬টা, কৈখালি ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৭টা, মুনজিতপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টা, টেকনিক্যাল জামে মসজিদে সাড়ে ৭টা, গুড়পুকুর ঈদগাহ মাঠ ৭টা ১৫ মিনিট, চৌধুরিপাড়া জামে মসজিদ ৭টা, গাংনিয়া শুড়িঘাটা ঈদগাহ ময়দানে সকাল ৮টা, মধ্য মাছখোলা জামে মসজিদে সকাল ৮টা, আল-মদিনা জামে মসজিদে ৭টা ৪৫ মিনিট, পূর্ব মাছখোলা জামে মসজিদে সকাল ৭টা ৪৫ মিনিট, মাছখোলা নতুন বাজার কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৭টা ৪৫ মিনিট, তালতলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টা, যোগরাজপুর বাইতুল মামুর জামে মসজিদে সকাল ৮টা, তালতলা স্কুল মাঠে সকাল ৭টা ৪৫ মিনিট, তালতলা মাগুরা সিএন্ডবি জামে মসজিদে সকাল সাড়ে ৭টা, আলিপুর দীঘির ধার ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টা, তালতলা দক্ষিণ পাড়া ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টা, রসুলপুর আহলে হাদীস ঈদগাহ ময়দানে সকাল ৮টা, রসুলপুর বল খেলার মাঠে সাড়ে ৭টা, সাতক্ষীরা সরকারি কলেজ মসজিদে সাড়ে ৭টা, উত্তর কাটিয়া বটতলা ঈদগাহ ময়দানে সাড়ে ৭টা ও মধ্য কাটিয়া ঈদ গাহ ময়দানে ৬টা ৪৫ মিনিটে এবং ৭টা ৪৫ মিনিটে, শাল্যে ঈদগাহ ময়দানে সকাল ৮টা, ছয়আনি মসজিদ ইদগাহে সাড়ে ৮টা, আমতলা শাহী মসজিদে সাড়ে ৭টা, বল্লী ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টা, নারায়নপুর ঈদগাহ ময়দানে সকাল ৮টা, হাজিপুর ঈদগাহে সকাল ৮টা, ঘরচালা ঈদগাহ ময়দানে সকাল ৮টা, আমতলা মোড়লপাড়া ঈদগাহ ময়দানে ৮টা, আঁগরদাড়ী আমিনিয়া কামিল মাদ্রসা ঈদগাহ ময়দানে সকাল ৮টা, আমতলা সরদার পাড়া ঈদগাহ ময়দানে সাড়ে ৭টা ও রায়পুর ঈদগাহ ময়দানে সকাল ৮টা, ফিংড়ী বাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৯টা, জি. ফুলবাড়ি দরগাহ শরীফ গাওসুল আযম শাহী জামে মসজিদে সকাল সাড়ে ৮টা, এল্লারচর কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টা, শিমুলবাড়িয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টা, ফয়জুল্লাহপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টা, দক্ষিণ ফিংড়ী কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে ৮টা, গাভা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টা, গাভা দক্ষিণ পাড়া ফিংড়ী সাবেক চেয়ারম্যানের বাড়ি মসজিদে সকাল সাড়ে ৮টা, ব্যাংদহা বাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দনে সকাল ৮টা, পশ্চিম জোড়দিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সকাল ৮টা, জোড়দিয়া শেখপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সকাল ৭টা ৪৫ মিনিট, গোবরদাড়ী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টা, কুলতিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টা, হাবাসপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টা, দক্ষিণ ফিংড়ী শেখ পাড়া ঈদগাহ ময়দানে সকাল ৮টায় মিয়াসাহেরেডাঙ্গায় সকাল সাড়ে ৮টায়  ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।

কলারোয়া উপজেলা: কলারোয়া উপজেলার প্রধান ঈদের জামাত শহরের কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। এছাড়া, কলারোয়া থানা জামে মসজিদ সাড়ে ৮টা, কলারোয়া আহলে হাদীস ঈদগাহ মাঠ সকাল ৮টা, কলারোয়া উপজেলা জামে মসজিদ ঈদগাহ ময়দান সকাল ৯টা, চান্দুড়িয়া ঈদগাহ ময়দান সকাল ৯টা, দেয়াড়া ঈদগাহ ময়দান সকাল ১০টা, লোহাকুড়া ঈদগাহ ময়দান সকাল সাড়ে ৮টা, গোগা জামে মসজিদ ঈদগাহ ময়দান সকাল ৮টা, হামিদপুর ঈদগাহ ময়দান সকাল ৮টা, কলারোয়া সোনাবাড়িয়া বেলী ঈদগাহ মাঠ সকাল সাড়ে ৭টা, কলারোয়া বয়ারডাঙ্গা ঈদগাহ সকাল সাড়ে ৮টা, কলারোয়া ভাদিয়ালি ঈদগাহ সকাল সাড়ে ৭টা, কলারোয়া রামকৃষ্ণপুর ঈদগাহ সকাল ৮টা, কলারোয়া মাদরা ঈদগাহ সকাল ৮টা, কলারোয়া দলুইপুর জামে মসজিদে সকাল সাড়ে ৮টা, সোনাবাড়িয়া ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টা, গয়েশপুর মাঝেরপাড়া ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টা, ওফাপুর কেন্দীয় ঈদ গাগে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

আশশুনি উপজেলা: আশাশুনি উপজেলায় ঈদের প্রধান জামাত আশাশুনি আলিয়া মাদ্রাসা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। এছাড়া, আশাশুনি উপজেলা জামে মসজিদে সকাল সাড়ে ৭টা, আশাশুনি থানা সদর জামে মসজিদে সকাল ৮টা, আশাশুনি ওয়াপদা জামে মসজিদে সকাল ৮টা, আশাশুনি এতিমখানা জামে মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

তালা উপজেলা: তালার প্রধান ঈদের জামাত তালা বাজার কাসেমুল উলুম মাদ্রাসা জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। এছাড়া, তালা হাসপাতাল জামে মসজিদে সাড়ে ৭টা, তালা মহল্লাপাড়া জামে মসজিদে সাড়ে ৭টা, তালা মেলা বাজার শাহী মসজিদ সাড়ে ৭টা, মোবারকপুর ঈদগাহে ঈদের নামাজ সকাল সাড়ে ৭টা, উপজেলা কমপ্লেক্স জামে মসজিদে সকাল ৭টা ৪৫ মিনিট, তালা থানা জামে মসজিদে সকাল ৮টা, জাতপুর ঐতিহ্যবাহী ঈদগাহে সকাল ৮টা, বারুইহাটির ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টা, মদনপুর লক্ষণপুর সমুজদিয়া ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়, ধানদিয়া ফুলবাড়ী ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৭টা, মানিকহার ঈদগাহে সকাল ৮টা, ধানদিয়া কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে ৭টা, তালা হাজরাকাটি ঈদগাহ ময়দানে সকাল ৮টা, হাজরাকাটি জামাতঘর ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টা, তালা আলিয়া মাদ্রাসা ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টা, সুজনসাহা কাউন্সিল অফিসে সকাল ৮টা, তালা মেলা বাজার শাহী জামে মসজিদে সকাল সাড়ে ৭টা, বারূইহাটী ঐতিহ্যবাহী ঈদগাহ্ ময়দানে সকাল সাড়ে ৮টা ও মীরপাড়া জামে মসজিদে সকাল ৮টায়, মঙ্গললানন্দকাটি স্কুল মাঠে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

শ্যামনগর: মুন্সীগঞ্জ বাজার জামে মসজিদ ও ধানখালী বায়তুল জান্নাত জামে মসজিদের ঈদের জামাত সকাল ৭টা, নওয়াবেঁকী ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দানে সকাল ৮টা, বিড়ালাক্ষী কাদেরিয়া সিনিয়র মাদ্রাসা ঈদগাহ ময়দানে সকাল ৮টা, বিড়ালাক্ষী মহিলা দাখিল মাদ্রাসায় সকাল ৮টা, বিড়ালাক্ষী সানা বাড়ি ঈদগাহ ময়দানে সকাল ৮টা, মোড়ল বাড়ি ঈদগাহ ময়দানে সকাল ৮টা, চাঁদনীমুখা এম এম মাধ্যমিক বিদ্যালয় মাঠে সকাল ৮টা, সরদার বাড়ি সোরা জামে মসজিদ প্রাঙ্গণে সকাল ৮টা, চাঁদনীমুখা পূর্বপাড়া জামে মসজিদে সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে।

কালিগঞ্জ: বাগনলতা জামে মসজিদে সকাল সাড়ে ৮টা, নলতা বাবুরাবাদ পশ্চিমপাড়া ঈদগাহ ময়দানে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

Check Also

সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ডের উদ্যোগে সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামি সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ড (রাজারবাগান ও সরকারপাড়া ইউনিট) এর উদ্যোগে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।