ক্রাইমবার্তা রির্পোটঃ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার বাঁশদহা ইউনিয়ন মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আয়োজনে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার হাসানুল ইসলাম, বাঁশদহা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মেমিন, মুক্তিযোদ্ধা সহিল উদ্দীন, জিয়াদ আলী, সাবেক ইউপি সদস্য আজিজুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, সদর উপজেলার বাঁশদহা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম রিপন হাওয়ালখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত শহীদ মিনারটি ভেঙ্গে ফেলেছে, এক মানবাধিকার কর্মীকে মারপিট করে লাঞ্ছিত করেছে এবং ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউর রহমানকে লাঞ্ছিত করেছে। এসব ঘটনার দীর্ঘদিন অতিবাহিত হলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। বক্তারা এ সময় রিপনকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।
Check Also
আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …