তালার বালিয়াদহায় ১৬ দলীয় নক আউট ফুটবল খেলার উদ্বোধন

বালিয়াদহা ১৬ দলীয় নক আউট ফুটবল খেলার উদ্বোধন করলেন এড. মোহাম্মদ হোসে

নিজস্ব প্রতিবেদক : “এসো মাদককে না বলি, খেলাকে হ্যাঁ বলি” এই স্লোগানকে সামনে রেখে বালিয়াদহা একতা সংঘের আয়োজনে ১৬ দলীয় নক আউট ফুটবল টুর্ণামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালে বালিয়াদহা ফুটবল ময়দানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন তালা কলারোয়া ১ আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য বাংলাদেশ সুপ্রিমকোট ও হাইকোর্ট বিভাগের সিনিয়র আইনজীবী এড.মোহাম্মদ হোসেন । বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম মোল্লার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপিস্থত ছিলেন বালিয়াদহা একতা সংঘের সভাপতি মো. জাকির হোসেন লাবু, মাগুরা ইউনয়িনের যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন মোল্লা, জয়নগর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মো. হাসানুর রহমান মালী , ওয়ার্ড আওয়ামলীগের সভাপতি আব্দুল করিম, সরদার,সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বিশ্বাস, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ইউনিয়ন সাধারণ সম্পাদক মো. ইকরামুল মহালদার,টিপু সুলতান, হাসান হোসেন মিন্টু, খেশরা ইউনিয়ন আওয়ামীলীগনেতা মাষ্টার বাশার, বীর মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মুনতাজ গাজী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক শেখ ও আওয়ামীলীগ , ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগনেতাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। খেলায় নগরঘাটা কালিবাড়ী বনাম গৌরীঘোনা ফুটবল একাদশ অংশ গ্রহন করে। এর আগে এড. মোহাম্মদ হোসেন দলুয়া বাজারে বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে নৌকার পক্ষে গণসংযোগ করেন। এসময় তার সাথে আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি বলেন মাদকের বিরুদ্ধে রুখে দাড়ানোর একমাত্র পথ খেলাধুলা। বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনা খেলার প্রতি সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। খেলার মাধ্যমে দেশের মান বিশ্বের দরবারে ব্যাপক পরিচিত লাভ করেছে।সৌম্য, মুস্তাফিজ. সাবিনারা খেলা মাধ্যমে সাতক্ষীরা গৌরব উজ্জ্বল করেছেন।

Please follow and like us:

Check Also

তালায় বৃষ্টির জন্য এস্তেষ্কার নামাজ আদায়

কামরুজ্জামান মিঠু, তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার তালায় বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করেছেন এলাকার মুসল্লীবৃন্দ। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।