পাবনায় বেসরকারি টেলিভিশন আনন্দ টিভির জেলা প্রতিনিধি ও দৈনিক জাগ্রত বাংলার সাংবাদিক সুবর্ণা নদীকে বাসার সামনে কুপিয়ে নৃশংসভাবে হত্যার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও সাংবাদিক ইউনিয়ন যশোর – জেইউজে’র নেতৃবৃন্দ। বিএফইউজে’র সভাপতি রুহুল আমিন গাজী ও মহাসচিব এম আবদুল্লাহ এবং জেইউজে’র সভাপতি নূর ইসলাম ও সাধারণ সম্পাদক এম আইউব এক বিবৃতিতে বলেছেন, মঙ্গলবার রাতে নিজ বাসার সামনে নারী সাংবাদিক নদীকে যেভাবে কুপিয়ে নির্মমভাবে খুন করা হয়েছে তাতে আমরা উদ্বিগ্ন। এ নিয়ে বর্তমান মহাজোট সরকারের দশ বছরের কম সময়ে মোট ৩৩ জন সাংবাদিক খুন হয়েছেন। চলতি ২০১৮ সালের ৮ মাসে ৩ জন সাংবাদিক খুন হলেন। চাঞ্চল্যকর সাগর-রুনীসহ সকল সাংবাদিক হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়ায় খুনীরা আস্কারা পাচ্ছে। সাংবাদিকসহ কোন নাগরিকেরই জীবনের নিরাপত্তা যে নেই তা এই হত্যাকান্ডের মাধ্যমে আরেকবার প্রমানিত হয়েছে। ঢাকায় পুলিশের সামনে হেলমেট বাহিনী অন্ততঃ ৪০জন কর্তব্যরত সাংবাদিককে নির্মমভাবে পিটিয়ে-কুপিয়ে রক্তাক্ত জখম করার পর প্রায় একমাস অতিবাহিত হলেও কোন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়নি।
বিবৃতিতে বিএফইউজে ও জেইউজে নেতৃবৃন্দ অবিলম্বে সকল সাংবাদিক হত্যার সুষ্ঠু তদন্ত করে হত্যাকারীদর গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। #
Check Also
আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. …